Holi 2022: হোলিতে আপনিই হয়ে উঠুন মধ্যমণি, সাজুন একেবারে অন্যরকম

Last Updated:

Styling Tips for Holi 2022: এই পরিবেশের সঙ্গে দারুণ মানায় সুতি কিংবা হ্যান্ডলুমের যে কোনও পোশাক।

কে বলেছে যে আপনি সাদা ছাড়া কিছুই পরতে পারবেন না? উজ্জ্বল রঙ এবং ডিজাইনের সঙ্গে আপনার হোলি পোশাককে সাজানোর সময় এসেছে। আর আপনি যদি
রঙ খেলতে না যান এবং হোলির সময় বাড়িতে আরাম করতে চান, তাহলে একটি স্বস্তিদায়ক স্টাইল বেছে নিন।  এক জোড়া শর্টস এবং একই রঙের একটি টপ পরুন। বাড়িতে বসে আরামে সময় কাটান।
কে বলেছে যে আপনি সাদা ছাড়া কিছুই পরতে পারবেন না? উজ্জ্বল রঙ এবং ডিজাইনের সঙ্গে আপনার হোলি পোশাককে সাজানোর সময় এসেছে। আর আপনি যদি রঙ খেলতে না যান এবং হোলির সময় বাড়িতে আরাম করতে চান, তাহলে একটি স্বস্তিদায়ক স্টাইল বেছে নিন। এক জোড়া শর্টস এবং একই রঙের একটি টপ পরুন। বাড়িতে বসে আরামে সময় কাটান।
#কলকাতা: হিন্দি সিনেমায় রঙের উৎসবে সাদা সালোয়ার কামিজের সাজ সকলের চেনা। ‘সিলসিলা’র (Silsila) রেখাকে (Rekha) আজও ভুলতে পারেনি বাঙালি। সাদা পোশাকে সাজের সেই চল এখন বাঙালি ঘরেও। তবে এ প্রজন্ম একটু অন্য রকম। ইদানীং হলুদ পাঞ্জাবি এবং শাড়িও সমান জনপ্রিয় (Holi 2022)।
দোলের দিনে সুতির শাড়ি। পলাশ। আবিরে রাঙা মুখ। এমনই দেখা যায় বাঙালি বাড়িতে। শাড়ি পরে দোল খেলায় অনেকেই স্বচ্ছন্দ নন। তাই আলমারি থেকে বের হয় চুড়িদার, কুর্তা। দোলের সাজে রঙিন গয়না বেছে রাখা থাকে আগের দিনই। নানা রঙের পাথর কিংবা পুঁতির হার যেমন মানানসই, তেমন রঙিন কাঠের চুড়িও দেখাবে বেশ। ফুরফুরে সাদা জামার সঙ্গে কানে, হাতে, গলায় রং থাকলে দোলের সাজ হয়ে উঠবে জমজমাট (Holi 2022 Fashion)।
advertisement
কী পরা যায়?
advertisement
বসন্তে আগুন রঙা পলাশে ঢেকে থাকে মাঠ ঘাট। সেই সঙ্গে শালগাছের নতুন ফুল আর পাতার গন্ধে মেতে ওঠে চারিদিক। আর এই পরিবেশের সঙ্গে দারুণ মানায় সুতি কিংবা হ্যান্ডলুমের যে কোনও পোশাক। শাড়ি থেকে পাঞ্জাবি সবই চলে। বেছে নেওয়া যায় নীল, লাল, হলুদ, সবুজের মতো উজ্জ্বল রঙ। পরা যায় সাদাও (Styling Tips for Holi 2022)।
advertisement
বছরের পর বছর ধরে সিনেমার পর্দায় হোলির পোশাক হিসেবে বেছে নেওয়া হয় সাদা রঙকেই। আর সেই ট্র্যাডিশন এখনও চলেছে। এতদিন মেয়েরা সাদা সালোয়ার আর ছেলেরা সাদা পাজামা পাঞ্জাবিই পছন্দ করতেন। তবে এখন দিন বদলেছে। হোলি সেলিব্রেশনের জন্য আগেভাগেই সাদার উপর থিম টিশার্ট বানিয়ে নিচ্ছেন অনেকেই।
advertisement
তবে ফ্যাশন মানেই ট্যুইস্ট। তাই হোলিতে নিজের সাজপোশাকে আলাদা মাত্রা যোগ করতে পারলে তো সোনায় সোহাগা।
টুপি এবং স্কার্ফ: গরম বাড়ছে। তাই উপর হোলির দিন সারা দিন ধরে টইটই। তাই মাথায় থাকুক টুপি। রোদ থেকে তো বাঁচাবেই সঙ্গে রঙের ক্ষতিকারক রাসায়নিক থেকে রক্ষা করবে চুলকেও। একইসঙ্গে গলায় স্কার্ফ জড়িয়ে নেওয়া যায়। রোদ আর রঙ থেকে সুরক্ষা মিলবে সঙ্গে ফ্যাশনেও অন্য মাত্রা যোগ করা যাবে।
advertisement
ফ্লিপ ফ্লপ: হোলিতে ভুলেও বুট বা স্নিকার পরা চলবে না। জল, রঙে ভিজে একশা হবে। ত্বকেরও ক্ষতি করবে। তাই সঙ্গে থাকুক রঙিন ফ্লিপ ফ্লপ। এতে স্বাচ্ছন্দ্য মিলবে।
চুলের স্টাইল: খোঁপা করাই বেস্ট। খোলা চুলে রঙ খেলার বহু দৃশ্য আমরা টিভির পর্দায় দেখেছি। দেখতে ভালোও লাগে। কিন্তু বাস্তবে সেটা মোটেও সুখকর নয়। রঙ, আবির লেগে চুলের বারোটা বাজতে সময় নেবে না। তাই খোঁপা করাই ভালো। পনিটেল করে নেওয়াও যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Holi 2022: হোলিতে আপনিই হয়ে উঠুন মধ্যমণি, সাজুন একেবারে অন্যরকম
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement