৭ দিন পর পর করুন 'ছোট্ট' কাজ...! ফুলে ফুলে ভরবে জবা গাছ! পাতা দেখতে পাবেন না, গ্যারান্টি

Last Updated:

Hibiscus: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের জনপ্রিয় নার্সারিতে দেখা মিলল বেশ কয়েক প্রকারের উন্নত প্রজাতির জবা গাছের। জবা গাছের পরিচর্যা নিয়ে নার্সারীর উদ্যোক্তা নুরুল হাসান জানান, "জবা গাছের জন্য প্রথম অবস্থায় প্রয়োজন সঠিক চারা নির্বাচন।"

+
জবা

জবা ফুল

উত্তর ২৪ পরগনা : উন্নত এই প্রজাতির জবাতেই বাগন আলো করে থাকবে সারা বছর। জবা গাছ সারা বছর ধরে ফুল পাওয়া যায় এমন একটি ফুলের মধ্যে অন্যতম। আমাদের দেশের খুব কমন একটা ফুল হল জবা। সারাবছর ফুল হয় বলে আর অনেক দিন বেঁচে থাকার কারণে আমাদের দেশের অনেকেই বাড়ির বাগান, ছাদের টবে এই ফুলগাছ লাগিয়ে থাকে।
তবে বর্তমান সময়ে দেশি প্রজাতির জবা অপেক্ষা পুনে, আমেরিকান, ব্যাঙ্গালোর-সহ বেশ কয়েকটি উন্নত প্রজাতির জবা গাছ থেকে সারা বছর অনেক বেশি আকারে বেশ বড় এবং সুন্দর ফুল পাওয়া যায়। সেজন্য অনেকেই এই সমস্ত হাইব্রিড প্রজাতির জবা গাছের দিকেই ঝুঁকছেন।
advertisement
advertisement
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের জনপ্রিয় নার্সারিতে দেখা মিলল বেশ কয়েক প্রকারের উন্নত প্রজাতির জবা গাছের। জবা গাছের পরিচর্যা নিয়ে নার্সারীর উদ্যোক্তা নুরুল হাসান জানান, “জবা গাছের জন্য প্রথম অবস্থায় প্রয়োজন সঠিক চারা নির্বাচন। একটি স্বাস্থ্যবান ও ভাল চারা অনেক বেশি ফুল দেয়। সেজন্য নার্সারী থেকে ছোট আকারের মোটা কান্ডের সুস্থ-সবল চারা নির্বাচন করা দরকার।
advertisement
জবা গাছ বরাবরই রোদ পছন্দ করে। দৈনিক সাত থেকে আট ঘন্টা রোদ পায় এমন জায়গায় রাখলে তা থেকে ভাল ফুল পাওয়া যায়। বিশেষ করে এই শীতের সময় যাতে বেশি পরিমাণ রোদ পায় সেদিকে খেয়াল রাখা দরকার।তবে বেশিরভাগ জবা চড়া রোদ পছন্দ করলো বেশ কিছু গাছ চড়া রোদে রাখলেই ফুল দেয় না। তাই গাছ বুঝে এই রোদে রাখার চেষ্টা করতে হবে।
advertisement
গাছের খাদ্যের জন্য, জৈব পদ্ধতিতে প্রতি সাতদিন অন্তর কমপক্ষে তিনদিনের পচানো সরষের খোলের জল পাতলা করে দিয়ে যান। কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর এক মুঠো হাড়গুঁড়ো, এক মুঠো শিং-কুচি, এক মুঠো নিম খোল, এক মুঠো পাতাপচা সার, এক মুঠো ভার্মি কম্পোস্ট একসঙ্গে ভালো করে মিশিয়ে এই পরিমাণে প্রতি টবে দিয়ে যান। পাশাপাশি জবা গাছের মিলিবাগের আক্রমণ থেকে রক্ষা পেতে কীটনাশক স্প্রে করতে হবে।
advertisement
জুলফিকার মোল্লা
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
৭ দিন পর পর করুন 'ছোট্ট' কাজ...! ফুলে ফুলে ভরবে জবা গাছ! পাতা দেখতে পাবেন না, গ্যারান্টি
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement