Hepatitis A: কেরলে ভয়ঙ্কর রূপ নিচ্ছে হেপাটাইটিস A! ছড়িয়ে পড়বে অন্যত্রও? কী উপসর্গ এতে, কী হয়?

Last Updated:

Hepatitis A: কেরলের স্বাস্থ্য দফতর প্রতি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে কাজে নেমে পড়তে হবে।

ভয়ঙ্কর রূপ নিচ্ছে হেপাটাইটিস এ
ভয়ঙ্কর রূপ নিচ্ছে হেপাটাইটিস এ
কেরল: কেরলে ভয়ঙ্কর পরিস্থিতি নিচ্ছে হেপাটাইটিস এ (Hepatitis A)। সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বুধবার সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, রাজ্যের গ্রামীণ এলাকায় হেপাটাইটিস এ-র মোকাবিলায় সর্বতভাবে কাজে নামতে হবে। ইতিমধ্যেই কেরলের মালাপ্পুরম, এর্নাকুলাম, কোঝিকোড় ও ত্রিশূড়ে হেপাটাইটিস এ আক্রান্তের সংখ্যাও উল্লেখযোগ্য ভাবে বাড়ছে।
কেরলের স্বাস্থ্য দফতর প্রতি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে কাজে নেমে পড়তে হবে। সরকারি সূত্রে খবর, মালাপ্পুরমের চালিয়ার ও পথুকাল্লু এলাকায় হেপাটাইটিসে মৃত্যুর ঘটনাও ঘটেছে। স্বাভাবিক কারণে আমজনতার সচেতনতা বাড়াতে উদ্যোগ নিচ্ছে প্রশাসন।
advertisement
advertisement
প্রসঙ্গত, হেপাটাইটিস এ হল হেপাটাইটিস এ ভাইরাসের (HAV) কারণে হওয়া যকৃতের একটি তীব্র সংক্রামক রোগ। অনেক ক্ষেত্রেই খুব কম উপসর্গ থাকে এতে, কিংবা কোনও উপসর্গই থাকে না, বিশেষত ছোটদের ক্ষেত্রে। যাদের মধ্যে উপসর্গ দেখা যায়, তাদের ক্ষেত্রে সংক্রমণ এবং উপসর্গের মধ্যে দুই থেকে ছয় সপ্তাহের ব্যবধান থাকে।
যখন উপসর্গগুলো দেখা যায়, তখন সেগুলো সাধারণত আট সপ্তাহ স্থায়ী হয় এবং তার মধ্যে বমিভাব, বমি হওয়া, উদরাময়, হলুদ ত্বক, জ্বর এবং তলপেটে ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। প্রায় ১০–১৫% মানুষের ক্ষেত্রে প্রাথমিক সংক্রমণের পরবর্তী ছয় মাসের মধ্যে উপসর্গগুলি আবার ফিরে আসে। বিরল ক্ষেত্রে যকৃত বা লিভারের তীব্র সমস্যা ঘটতে পারে, তবে এটা সাধারণত প্রবীণ মানুষদের মধ্যে বেশি ঘটে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Hepatitis A: কেরলে ভয়ঙ্কর রূপ নিচ্ছে হেপাটাইটিস A! ছড়িয়ে পড়বে অন্যত্রও? কী উপসর্গ এতে, কী হয়?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement