পেট ঠেসে খেলে বাড়ে সঙ্গে সঙ্গেই হার্ট অ্যাটাকের ঝুঁকি! গবেষণায় সতর্ক করা হয়েছে, জানুন

Last Updated:

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে যে, প্রচুর পরিমাণে চর্বিযুক্ত খাবার খাওয়ার ফলে খেয়ে ওঠার মাত্র দুই ঘণ্টার মধ্যে হৃদরোগের ঝুঁকি প্রায় চারগুণ বেড়ে যায়।

News18
News18
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের একটি সম্মেলনে উপস্থাপিত নতুন গবেষণায় দেখা গিয়েছে যে খুব ভারী খাবার, পেট ঠেসে খাওয়া এবং হার্ট অ্যাটাকের ঝুঁকির মধ্যে তীব্র সরাসরি যোগসূত্র রয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে যে, প্রচুর পরিমাণে চর্বিযুক্ত খাবার খাওয়ার ফলে খেয়ে ওঠার মাত্র দুই ঘণ্টার মধ্যে হৃদরোগের ঝুঁকি প্রায় চারগুণ বেড়ে যায়।
গবেষকরা বলছেন, ‘যে ভারী খাবারের প্রতি শরীর অনেকটা হঠাৎ মানসিক চাপ বা তীব্র শারীরিক পরিশ্রমের মতোই প্রতিক্রিয়া দেখায়, যা হার্ট অ্যাটাকের আগের এক খুব সাধারণ ট্রিগার। পেট ঠেসে খেলেই যে সবাই গুরুতর বিপদের সম্মুখীন হবেন তা নয়, তবে সতর্কতাটি বিশেষ করে তাঁদের সচেতন হতে বলছে যাঁরা ইতিমধ্যেই হৃদরোগ, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল বা ডায়াবেটিসে ভুগছেন।’
advertisement
ডাক্তাররা ব্যাখ্যা করেন, ‘যখন ক্যালোরি এবং স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ খাবার পেটে পৌঁছায়, তখন শরীর হজমে সহায়তা করার জন্য জোরে জোরে কাজ করে, প্রচুর পরিমাণে রক্ত ​​অন্ত্রে পাঠায়। এই তীব্রতা হৃদপিণ্ডকে দ্রুত এবং জোরে স্পন্দিত করতে বাধ্য করে, যার ফলে রক্তচাপ বেড়ে যায়। একই সঙ্গে রক্তনালীগুলি সঙ্কুচিত হতে পারে, যার ফলে হৃদপিণ্ড রক্ত সঞ্চালনের যে পথগুলির উপর নির্ভর করে সেগুলি সঙ্কুচিত হয়ে যায়। দুর্বল ব্যক্তিদের ক্ষেত্রে এর ফলে ধমনীর আস্তরণে কোলেস্টেরল জমা হতে পারে এবং জমাট বাঁধতে পারে যা হঠাৎ করে হৃদপিণ্ডে রক্ত ​​প্রবাহ বন্ধ করে দিতে পারে।’
advertisement
advertisement
স্বাস্থ্য বিশেষজ্ঞরা আরও সতর্ক করে বলেন যে, স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ খাবার, যেমন মাখন দেওয়া গ্রেভি বা ভারী আমিষজাতীয় খাবার, রক্তকে সাময়িকভাবে ঘন করে তুলতে পারে এবং জমাট বাঁধার ঝুঁকি বাড়াতে পারে, যা বিপদকে আরও বাড়িয়ে তোলে। বিশেষজ্ঞরা বলছেন, খাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ঝুঁকি শুরু হয়। যদিও লক্ষণগুলি তাৎক্ষণিকভাবে দেখা নাও দিতে পারে। হৃদস্পন্দনের হার বৃদ্ধি, রক্তচাপ বৃদ্ধি এবং জমাট বাঁধার মতো পরিস্থিতিতে সব মিলিয়ে দুর্বলতার এমন একটি পরিবেশ তৈরি হয় যা কয়েক ঘণ্টা ধরে স্থায়ী হয়।
advertisement
তবে, গবেষকরা জোর দিয়ে বলেন যে ভারী খাবার সর্বজনীনভাবে বিপজ্জনক নয়। বেশিরভাগ সুস্থ ব্যক্তির ক্ষেত্রে হৃদপিণ্ড গুরুতর পরিণতি ছাড়াই এই বোঝা সামলাতে পারে। তবুও, হৃদরোগ বিশেষজ্ঞরা পরিমিত খাবার খাওয়ার পরামর্শ দেন, মানুষকে হালকা, সুষম খাবার পছন্দ করার এবং নিয়মিত ব্যায়াম এবং হার্ট হেল্থ ফ্রেন্ডলি জীবনযাপন বজায় রাখার পরামর্শ দেন, বিশেষ করে যাঁরা ইতিমধ্যেই ঝুঁকিতে রয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পেট ঠেসে খেলে বাড়ে সঙ্গে সঙ্গেই হার্ট অ্যাটাকের ঝুঁকি! গবেষণায় সতর্ক করা হয়েছে, জানুন
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement