Healthy Lifestyle-Sweaty Palms: হাত ও পায়ের তলা সব সময় ঘামে? বগলেও অতিরিক্ত ঘাম হয়? কঠিন অসুখ নয় তো? জানুন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Healthy Lifestyle-Sweaty Palms: সব সময় হাত ও পায়ের তলা ঘেমে থাকে? গরমকালে সমস্যা বেশি হয়। জানুন কি করবেন...
#কলকাতা: গরমকাল মানেই অতিরিক্ত ঘাম। শরীরের তাপস্থাপক হিসেবে কাজ করে ঘাম উৎপাদক গ্রন্থিগুলি। কারোর ঘাম বেশি, কারোর কম। এটা স্বাভাবিক। কিন্তু আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যাঁদের ক্রমাগত হাত ও পায়ের পাতা ঘামে (Healthy Lifestyle-Sweaty Palms)। অনেক সময় দেখা যায় ঠিক করে মোবাইল ধরতে পারছেন না। অতিরিক্ত ঘামের জন্য পিছলে যাচ্ছে। সেন্সর মেশিনে আঙুলের ছাপ নিচ্ছে না অতিরিক্ত ঘামের জন্য। শুধু হাত নয় অনেকের পায়ের তলাও ঘামতে থাকে।
আবার অনেকের ক্ষেত্রে উত্তেজিত হয়ে পড়লেই ঘামতে থাকে হাত ও পায়ের তালু(Sweaty Palms)। এর পিছনে কারণ রয়েছে। শরীরে ঘর্মগ্রন্থির সংখ্যা ৪০ থেকে ৫০ লক্ষ। এক্রিন, অ্যাপোএক্রিন, অ্যাপোক্রিন ইত্যাদি। এদের মধ্যে এক্রিনের সংখ্যাই সর্বাধিক। শুধু তাই-ই নয়, হাত ও পায়ের তালুতেই এদের উপস্থিতি সবচেয়ে বেশি।
কোনও নির্দিষ্ট উত্তেজনা, মূলত ভয় পেলে বা হঠাৎই কোনও আনন্দ পেলে শরীরে অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়। যেহেতু প্রত্যেকের হরমোন ক্ষরণ আলাদা, তাই ব্যক্তিবিশেষে ঘাম বাড়ে-কমে। যাঁদের শরীর অ্যাড্রিনালিনের ক্ষরণ বেশি, তাঁদের হাত-পায়ের পাতাই উত্তেজনায় ঘামে। তবে অনেকের উত্তেজনা ছাড়াও সারাক্ষণ হাত ও পায়ের তালু(Sweaty Palms) ঘামে ভিজে থাকে। সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের কাছে যাওয়া সঙ্গে সঙ্গে দরকার।
advertisement
advertisement
যদি শুধু হাত ও পায়ের তালু(Healthy Lifestyle-Sweaty Palms) ঘামে, তবে আপনি প্রাইমারি হাইপারহাইড্রোসিস রোগটিতে ভুগছেন। হাইপারহাইড্রোসিস মানে ঘর্মগ্রন্থীর অত্যধিক নিঃসরণ হয়ে বেশি ঘাম হওয়া। প্রাইমারি হাইপারহাইড্রোসিস কোনো কারণ ছাড়াই দেখা দেয়, ঘন ঘন হাত পা ও বগলে ঘাম হয়ে ভিজে যায়। সেকেন্ডারি হাইপারহাইড্রোসিস থাইরয়েডের সমস্যা, ওষুধের ওভারডোজ ইত্যাদি সমস্যার জন্য হয়।
advertisement
এছাড়াও অন্য কয়েকটি কারণে হাত পা ঘামে। অতিরিক্ত ক্যাফেইনযুক্ত পানীয় ও অ্যালকোহল পান করলে অ্যাপোক্রিন গ্রন্থি থেকে মাত্রাতিরিক্ত ঘাম বেরোতে পারে। লো ব্লাড সুগার বা হাইপোগ্লাইসেমিয়া হলে এমনটা হতে পারে।কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া এর কারণ। মহিলাদের মেনোপজ়ও এর একটা অন্যতম কারণ। যাঁদের হাইপারথাইরয়েড আছে, তাঁদেরকেও এই সমস্যায় পড়তে হয়।
advertisement
আরও পড়ুন: পিরিয়ডস হত নিয়মিত! মহিলা জানতেনই না, তিনি প্রেগন্যান্ট! টয়লেটেই সন্তানের জন্ম ! ভাইরাল ভিডিও
কী করে বুঝবেন অতিরিক্ত ঘাম হচ্ছে?
বগলের নিচে বার বার জামা ভিজে যাওয়া, হাত ঘেমে যাওয়ার ফলে লিখতে অসুবিধা, মোজা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়া ইত্যাদি। এভাবে নিজেই বুঝতে পারবেন ঘাম বেশি হচ্ছে।
advertisement
এই সমস্যা থেকে বাঁচতে যা করবেন
প্রথমেই কফি বা ক্যাফেইন জাতীয় পানীয় বা খাবার খাবেন না। অতিরিক্ত মশলা দেওয়া খাবার এড়িয়ে চলুন। দিনে কম করে দু'বার স্নান করুন। বেশি পরিমাণে জল খান। হাত বা পায়ের তলা ভিজে রাখবেন না। রুমাল বা তোয়ালে দিয়ে মুছে যতটা সম্ভব শুকনো রাখুন(Sweaty Palms)। বাড়িতে খালি পায়ে বেশি থাকুন। টাইট মোজা পরবেন না। আর সব থেকে বড় নিজেকে স্ট্রেস মুক্ত রাখার চেষ্টা করুন।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2022 9:24 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Healthy Lifestyle-Sweaty Palms: হাত ও পায়ের তলা সব সময় ঘামে? বগলেও অতিরিক্ত ঘাম হয়? কঠিন অসুখ নয় তো? জানুন