#কলকাতা: ক্যানসার মানেই যে মৃত্যু নয়, সেটা অনেক তারকা থেকে সাধারণ মানুষ বুঝিয়ে দিয়েছেন। তাঁরা এই মারণ ব্যাধির বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছেন। আজ বিশ্ব ক্যান্সার দিবসে (World Cancer Day) অনেকেই তাঁদের লড়াইয়ের কাহিনি ভাগ করে নিচ্ছেন। এই রোগ নিয়ে নিরন্তর গবেষণা চলছে এবং আগামী ভবিষ্যতে হয় তো এই রোগের ওষুধও আবিষ্কার হবে। কিন্তু চিকিৎসক থেকে রোগী, ক্যান্সার নিয়ে সবার বক্তব্য হল, এই রোগের চিকিৎসার চেয়ে বেশি প্রয়োজনীয় হল সচেতনতা ও সঠিক সময়ে রোগনির্ণয়। আগে থেকে যদি কিছু নিয়ম মেনে চলা যায়, তাহলে অনেকাংশে এই রোগের বিস্তার রোধ করা সম্ভব। অনেক সময় এটাও দেখা যায় ক্যান্সার-রোগী রোগমুক্ত থাকার বেশ কিছু বছর পরে তাঁর শরীরে নতুন উপসর্গ দেখা দিচ্ছে। সেক্ষেত্রেও কিছু নিয়ম মানার প্রয়োজন আছে।
গবেষণা বলছে যে যাঁরা যত বেশি শারীরিক পরিশ্রম করেন, তাঁদের ক্যান্সার হওয়ার আশঙ্কা তত কম। তাই বলে যে বিস্তর দৌড়ঝাঁপ করতে হবে বা জিমে গিয়ে ভয়ঙ্কর কসরত করতে হবে, তা কিন্তু নয়। তিনটে যোগব্যায়াম, যা বাড়িতে বসেই নিজের সময় মতো করা যায়, এই রোগ প্রতিরোধের জন্য যথেষ্ট।
তবে প্রতি দিন অন্তত আধ ঘণ্টা করে কোনও শারীরিক পরিশ্রম করলে ক্যানসারের ঝুঁকি কমে। হাল্কা হাঁটাচলা, বাড়ির লনের ঘাস ছাঁটা, সাঁতার বা সাইকেল চালানো এগুলো এক্ষেত্রে খুবই উপযোগী। পাশাপাশি, বিশ্ব ক্যান্সার দিবসে দেখে নেওয়া যাক তিনটি উপযোগী আসন কী ভাবে করতে হয়!
১) গোমুখাসন (Gomukhasana)
এই যোগব্যায়াম বসে করা যায়। ধ্যান করার সময়ও অনেকে এটা করেন। এটি হঠ যোগের একটি অংশ। এই আসন শরীর ও মন খুব প্রশান্ত করে দেয়।
View this post on Instagram
পদ্ধতি- পা প্রসারিত করে বসে বাঁ-পা বাঁকিয়ে ডান নিতম্বের নিচে রাখতে হবে। এবার বাঁ-পায়ের উপরে ডান পা বাঁকিয়ে সেটা বাম নিতম্বের দিকে টানতে হবে।
বাঁ-পায়ের উপরে ডান পায়ের হাঁটু থাকবে। বাঁ-হাত ঘুরিয়ে পিছনে নিয়ে যেতে হবে এবং হাতের তালু উঁচু রাখতে হবে। ডান হাত তুলে বাঁ-হাত ছোঁয়ার চেষ্টা করতে হবে। এবার ধীরে ধীরে শ্বাস নিতে হবে। চোখ বন্ধ রেখে ৩০ সেকেন্ড বা এক মিনিটের জন্য এই আসন করতে হবে।
২) নৌকাসন (Naukasana)
নৌকাসন অনেক সমস্যার সমাধান করে। এটি কোর এবং হিপ ফ্লেক্সারগুলিকে শক্তিশালী করে, হিপ জয়েন্ট এবং পায়ের নমনীয়তা বাড়ায়, হজমের উন্নতিও করে।
View this post on Instagram
পদ্ধতি--পা ছড়িয়ে মেঝেতে বসতে হবে। মেরুদণ্ডকে সোজা রেখে হাতদু'টি দুই পাশে রাখতে হবে। হাঁটু বাঁকিয়ে শরীর কিছুটা পিছনে হেলাতে হবে। এবার হাত সোজা করে নৌকোর মতো পা তুলে দিতে হবে সামনের দিকে। পায়ের সামনের দিক চোখের সামনে থাকবে। ৫ থেকে ১০ সেকেন্ডের জন্য এই আসন করা যায়।
৩) ভুজঙ্গাসন (Bhujangasana)
ভুজঙ্গ অর্থাৎ সাপ, তাই এই যোগ ব্যায়ামকে কোবরা পোজও বলা হয়। মেরুদণ্ড ও কাঁধকে শক্তিশালী করে এই আসন। রক্ত সঞ্চালনও বৃদ্ধি করে।
View this post on Instagram
পদ্ধতি--পেটের উপরে ভর দিয়ে শুতে হবে। কনুই উঁচু করে দুই হাত শরীরের দুই পাশে রাখতে হবে। নিঃশ্বাস নিয়ে মাথা, গলা ও কাঁধ উঁচু করতে হবে। পাঁচ সেকেন্ডের জন্য এই আসন করা যায়। পেট যেন মেঝের সঙ্গে চাপা থাকে সেটা খেয়াল রাখতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: World Cancer Day 2021