Pox: চিকেন পক্সের দিন চলে এল, এত কষ্টকর রোগ থেকে বাঁচবেন কীভাবে? এই উপায়গুলি জানেন না অনেকেই
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Pox: শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমন কিছু খাবার রোজের পাতে রাখা জরুরি। বাইরে বেরোলে মাস্ক পরে থাকা জরুরি।
বসিরহাট: পক্স থেকে নিজেকে সুরক্ষিত রাখার পরামর্শ দিলেন প্রাক্তন মন্ত্রী তথা চিকিৎসক মোর্তজা হোসেন। শীত প্রায় শেষে! এসে গেল বসন্ত, সরস্বতী পুজো, দোল, চারিদিকে রং ভরানো সুন্দর ফুল আর গন্ধ। কিন্তু বছরে ঠিক এই ঋতুর সময়টায় এক রোগের ভাইরাস আমাদের আশপাশে বায়ুতে ঘুরে বেড়ায় আর সুযোগ পেলেই গ্রাস করে, যার নাম বসন্ত বা চিকেন পক্স।
বসন্তের আগমন মানেই আবহাওয়া পরিবর্তনের সব রকম অসুখের সঙ্গে চিকেন পক্সের হানা দেওয়ার সময়।এবিষয়ে নিজেকে সুরক্ষিত রাখার উপায় জানালেন, প্রাক্তন মন্ত্রী তথা চিকিৎসক মোর্তজা হোসেন জানান- এ অসুখ একাধিক বার হতেই পারে। এটা একটি ভেরিসেলা-জোস্টার নামক ভাইরাস থেকে হয়। শুরুতে জ্বর, গা ম্যাজম্যাজ, শরীর কমজোরহতে থাকে, পেটের গন্ডগোল দেখা দেয়।
advertisement
আরও পড়ুনঃ বজ্রগর্ভ মেঘে ঝেঁপে বৃষ্টি, জেলার আকাশ বজ্রপাতে ফালা ফালা, কলকাতায় ৭২ ঘণ্টা কেমন আবহাওয়া? জানুন
কিন্তু যখন পক্সে ফোস্কা বেরনো আরম্ভ হল তখন আর রক্ষা নেই। ভোগাবে অন্তত ৭-১০ দিন আর তারপর সেরে উঠলে ডাক্তারের নিয়ম অনুযায়ী বিশ্রাম নিতে হবে ২১ দিন। দিনে একাধিক বার স্নান করা নেওয়া যেতে পারে। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমন কিছু খাবার রোজের পাতে রাখা জরুরি। বাইরে বেরোলে মাস্ক পরে থাকা জরুরি। কারণ যে কোনও জীবাণু সাধারণত নাক এবং চোখ দিয়েই প্রবেশ করে শরীরে।
advertisement
advertisement
জুলফিকার মোল্যার
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 28, 2024 8:32 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pox: চিকেন পক্সের দিন চলে এল, এত কষ্টকর রোগ থেকে বাঁচবেন কীভাবে? এই উপায়গুলি জানেন না অনেকেই