Health: বাড়ছে মাস্কের কদর! নিজেকে বাঁচাতে নাক-মুখ কেন ঢেকে রাখবেন? জানুন বিশেষজ্ঞের মত
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
সাধারণত বায়ুবাহিত ধূলিকণা নাক ও মুখ দিয়ে আমাদের ফুসফুসে পৌঁছায়। ক্রমশ তা ফুসফুসের ক্ষতি করতে শুরু করে। এর ফলে মুম্বইয়ের অনেক জায়গায় কাশি, শ্বাসকষ্টের মতো সমস্যা শুরু হচ্ছে।
দেশজুড়ে শীত পড়তে চলেছে। প্রতিবছরই এই সময়ে দূষণের মাত্রা অনেকখানি বেড়ে যায়। দিল্লি-সহ কিছু এলাকায় তো বটেই, সারা দেশই এখন দূষণ অসুরের দাপটে অস্থির। তার ফলে ক্রমাগত বাড়ছে শ্বাসকষ্ট এবং অন্য নানা রকমের অসুখ। তার প্রভাব পড়ছে প্রতিদিনের জীবনযাপনে। গত কয়েক বছরে একই অবস্থা হয়েছে মুম্বইয়ের। সেখানেও দূষণের মাত্রা বাড়ছে। সাধারণ নাগরিকদের পক্ষে শ্বাস নেওয়াই কঠিন হয়ে পড়েছে।
সাধারণত বায়ুবাহিত ধূলিকণা নাক ও মুখ দিয়ে আমাদের ফুসফুসে পৌঁছায়। ক্রমশ তা ফুসফুসের ক্ষতি করতে শুরু করে। এর ফলে মুম্বইতে অনেক জায়গায় কাশি, শ্বাসকষ্টের মতো সমস্যা শুরু হচ্ছে। বায়ু দূষণের কারণে শ্বাসকষ্ট, জ্বর, কাশি, গলাব্যথা, ক্লান্তি ও চোখে জ্বালাপোড়ার মতো রোগ বেড়েছে। এই সমস্যা ছোট শিশু এবং বয়স্কদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের কী করণীয় তা জানিয়েছেন ডা. শচীন মাহাত্রে।
advertisement
বর্তমান সময়ে ক্রমাগত বাড়ছে বায়ু দূষণ। সেই কারণে নাগরিকদের মধ্যে নানা স্বাস্থ্য সমস্যা দেখা যাচ্ছে। ধুলো থেকে অ্যালার্জি, হাঁপানি, ক্রনিক ব্রঙ্কাইটিস, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে আক্রান্ত রোগীদের এই বায়ু দূষণ থেকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। এই সময় সকলেরই মাস্ক পরে থাকা আবশ্যিক, এতে বায়ু দূষণ থেকে নিজেকে খানিকটা রক্ষা করা সম্ভব।
advertisement
advertisement
সাধারণ সর্দি-কাশি হলে দ্রুত কোনও চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। একই ভাবে, শিশু থেকে বৃদ্ধ সকলেরই উচিত এই সময় গরম জলে স্নান করা। মাসে দুই থেকে তিনবার ভেপার নেওয়া উচিত।
কয়েকদিনের মধ্যেই সারা দেশে দীপাবলি উৎসব শুরু হবে। অনিয়ন্ত্রিত বাজি পোড়ানোর ফলে বিশেষ করে এই সময় বায়ু দূষণের মাত্রা অনেকটাই বাড়তে পারে। তাই এই সময় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। ডা. শচীন মাত্রে পরামর্শ দিয়েছেন যে হাঁপানি এবং অ্যালার্জি আছে এমন রোগীদের দীপাবলীতে অতিরিক্ত সতর্ক থাকা উচিত। যাঁদের সমস্যা রয়েছে, তাঁরা এই সময় বাড়িতে থাকার চেষ্টা করলেই ভাল হয়। সম্ভব না হলেও চেষ্টা করতে হবে যাবে বাজির ধোঁয়া কোনও ভাবেই নাকে প্রবেশ করতে না পারে। এজন্য মাস্কই ভাল।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 05, 2023 4:29 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health: বাড়ছে মাস্কের কদর! নিজেকে বাঁচাতে নাক-মুখ কেন ঢেকে রাখবেন? জানুন বিশেষজ্ঞের মত