রোগা হতে চাইলে অবশ্যই রোজ খান টোম্যাটো

Last Updated:

স্যালাডের প্লেটে বা স্ন্যাকস হিসেবেও খেয়ে নিতে পারেন শুধু টোম্যাটো ।

#কলকাতা: রোগা হওয়ার জন্য যে নিয়মিত স্যালাড খাওয়া প্রয়োজন সেকথা ডায়েটিশিয়ানরা বলেই থাকেন । কী কী থাকবে সেই স্যালাডে ? আর কিছু থাকুক বা না থাকুক, স্যালাডে থাকতেই হবে টোম্যাটো । কারণ, নিউট্রিশনিস্টদের কাছে টোম্যাটোই হল সুপার ভেজটেবল ।
টোম্যাটোতে ক্যালোরির পরিমাণ খুব কম । একটা ছোট টোম্যাটোতে ক্যালোরির পরিমাণ মাত্র ১৬ । সেই সঙ্গেই টোম্যাটোতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার । সলিউবল ও ইনসলিউবল দুধরনের ফাইবারই বেশি থাকায় টোম্যাটো খুব সহজে মেদ ঝরাতে সাহায্য করে ।
advertisement
advertisement
আবার টোম্যাটোতে কিছু পরিমাণ ন্যাচারাল সুগার থাকলেও টোম্যাটো লো গ্লাইসেমিক ইনডেক্স ফুড । ফলে তা রক্তে শর্করার মাত্রা বাড়ায় না । রক্তে শর্করার মাত্রা না বাড়লে ইনসুলিন নির্গত হবে না । ইনসুলিন হরমোনের ক্ষরণ হলে শরীরে মেদ জমে ও ওজন বাড়ে ।
টোম্যাটো খুবই হাইড্রেটিং সব্জি । টোম্যাটোয় থাকা জল অনেকক্ষণ পেট ভরা রাখে । ফলে খিদে কম পায় ।
advertisement
তাই রোগা হওয়ার চেষ্টা করলে অবশ্যই রোজ খান টোম্যাটো । স্যালাডের প্লেটে বা স্ন্যাকস হিসেবেও খেয়ে নিতে পারেন শুধু টোম্যাটো ।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
রোগা হতে চাইলে অবশ্যই রোজ খান টোম্যাটো
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement