একটা ডাবের জলই সমাধান করবে হরেক সমস্যার
Last Updated:
ঘূর্ণবর্তের আবহে এ বছর শহরের বুকে এখনও অত দাপট দেখাতে পারেনি গরম। সকাল আর রাতের দিকের অবহাওয়া এখনও বেশ খানিকটা মনোরম।
#কলকাতা: ঘূর্ণাবর্তের আবহে এ বছর শহরের বুকে এখনও অত দাপট দেখাতে পারেনি গরম। সকাল আর রাতের দিকের অবহাওয়া এখনও বেশ খানিকটা মনোরম। কিন্তু খাতায়-কলমে এটা এপ্রিল মাস। আর মাত্র কয়েকটা দিন পরেই বৈশাখ এসে পড়বে হৈ হৈ করে। তখন তো গরমের জ্বালায় ঘরবন্দী হয়ে থাকলে চলবে না। অফিস-বাজার সবই করতে হবে। আবার মোকাবিলাও করতে হবে গরমের।
গরম মোকাবিলায় সবচেয়ে ফলদায়ী হল পানীয়। তার মধ্যেও সবচেয়ে উপকারী কচি ডাবের জল। গরম সংক্রান্ত বেশিরভাগ অসুখও প্রতিরোধ করতে ডাবের জলের জুরি মেলা ভার। কী কী উপকার করে ডাবের জল, দেখে নেওয়া যাক এক নজরে।
advertisement
advertisement
১। গরমে শরীর ডি-হাইড্রেট হয়ে যাওয়ার ভয় থাকে। এই সমস্যার সমাধান হবে ডাবের জলে। সোডিয়াম-পটাসিয়াম মাত্রাকে নিয়ন্ত্রণ করে ডাবের জল।
২। ডাবের জলে থাকে ভিটামিন সি, ম্যাগনেসিয়াম ও পটাশায়াম। যা রক্তচাপ কমাতে সাহায্য করে।
৩। ডায়বেটিক রোগীদর জন্য খুবই ভাল এই জল। রক্তে চিনির পরিমাণকে নিয়ন্ত্রণে রাখে এটি।
৪। প্রচুর পরিমাণে ফাইবার থাকে ডাবের জলে। ফলে তা খাবার হজম করতে সাহায্য করে।
advertisement
৫। ডাবের জলে সুগার কনটেন্ট হয় খুব কম। এছাড়াও এতে প্রচুর ফাইবার থাকে। ফলে ওজন তমাতে সাহায্য করে ডাবের জল।
৭। ডাবের জলে রয়েছে ডাই-উইরেটিক উপাদান। যা মূত্রনালীর সংক্রমণের মতো রোগ প্রতিরোধ করে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 12, 2018 12:11 PM IST