শীতকালে ত্বক ভাল রাখতে বাড়িতেই বানান মেকআপ সামগ্রী, কীভাবে জেনে নিন

Last Updated:

শীতকালে ত্বকের ক্ষতি রুখতে বাড়িতেই বানিয়ে নিন ফাউন্ডেশন৷

#কলকাতা: শীতকাল মানেই ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা ৷ অথচ এই সময় কোনও না কোনও ইনভিটেশন লেগেই থাকে৷ তাই মেকআপ করতেই হয়৷ ত্বকের ক্ষতি হওয়াটাও তাই অস্বাভাবিক কিছু নয় ৷ শীতকালে ত্বকের ক্ষতি রুখতে তাই বাড়িতেই বানিয়ে নিন ফাউন্ডেশন৷
কী কী লাগবে ?
জোজোবা, আমন্ড বা নারকেল তেল-৪০ মিলি
advertisement
শিয়া বাটার-২০ গ্রাম
কোকো বাটার-১৫ গ্রাম
বিওয়াক্স-১৫ গ্রাম
ভিটামিন ই ক্যাপসুল-১/৮ টা
জিঙ্ক অক্সাইড-১৫ গ্রাম
দারচিনি গুঁড়ো-প্রয়োজন মতো
কোকো পাউডার-প্রয়োজন মতো
Susmita Sengupta Ghosh
কীভাবে বানাবেন
তেল, শিয়া বাটার, কোকো বাটার, ওয়াক্স ও ভিটামিন ক্যাপসুল একসঙ্গে গরম করে মিশিয়ে নিন৷ সবকিছু পুরো গলে যেন একসঙ্গে মিশে যায়৷ ঠান্ডা করে নিন এই মিশ্রণ৷ ঠান্ডা হলে আবার আগুনে বসান৷ এবার জিঙ্ক অক্সাইড মিশিয়ে নিন৷ জিঙ্ক অক্সাইড এসপিএফ-এর কাজ করে৷ সব শেষে দারচিনি দিয়ে ভাল করে নেড়ে মিশিয়ে নিন৷ এরপর প্রয়োজন মতো কোকো পাউডার মেশাতে থাকুন যতক্ষণ নিজের ত্বক অনুযায়ী শেড আসছে৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
শীতকালে ত্বক ভাল রাখতে বাড়িতেই বানান মেকআপ সামগ্রী, কীভাবে জেনে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement