বেশি পরিমাণে ভাত খেলে মেনোপজের সময় এগিয়ে আসে

Last Updated:

বেশি পরিমাণে ভাত খেলে মেনোপজের সময় এগিয়ে আসে

#লন্ডন: প্রতিদিন ভাত ও পাস্তার মতো 'হাই কারবোহাইড্রেট ফুড' খেলে  মেনোপজের সময় এগিয়ে আসে! এমনটাই মনে করছেন বিশেষ্ণরা। এই রিপোর্ট প্রকাশিত হয়েছে 'জার্নাল অফ এপিডেমিলজি অ্যান্ড কমিউনিটি হেলথ'-এ।
প্রতিটি মহিলার ক্ষেত্রে মেনোপজের সময় ভিন্ন। শারীরিক ও জেনেটিক কারণের উপর যেমন তা নির্ভর করে, তেমনি নির্ভর করে ডায়েটের উপরেও।
এই রিপোর্ট প্রকাশ করার আগে বৈজ্ঞানিকের দল ১৪,১৫০ জন ব্রিটিশ মহিলার উপর পরীক্ষা-নীরিক্ষা চালান। তাঁদের রোজকার খাবারের তালিকা, প্রজনন ইতিহাস ও স্বাস্থ্য সম্পর্কিত বিস্তারিত তথ্য নথিভুক্ত করা হয়। চারবছর বাদে শুরু হয় ফলো-আপ সার্ভে। সেই সময়ে দেখা যায়, এই চার বছরে ৯০০ জন মহিলার মেনোপজ হয়ে গিয়েছে! অর্থাৎ, টানা ১২ মাস তাঁদের মেন্সটুরেশন হয়নি। ক্যানসার বা অন্যকোনও অসুখ কিংবা কোনওরকম সার্জারির জন্যও তাঁদের মেনোপজ হয়নি! স্বাভাবিক নিয়মেই হয়েছে। এঁদের বয়স ৪০-৬৫-র মধ্যে।
advertisement
advertisement
ব্রিটেনে মহিলাদের সাধারণত ৫০-৫১ বছরের মধ্যে মেনোপজ হয়। এই ৯০০ জন মহিলার ডায়েট অ্যানালিসিস করে দেখা যায়, যাঁরা নিয়মিত তেলযুক্ত মাছ, কলাই ও মটর জাতীয় সবজি খেতেন, তাঁদের মেনোপজ স্বাভাবিক সময়ের তিন বছর দেরীতে শুরু হয়েছে। অথচ, যাঁদের ডায়েটে রোজ পাস্তা বা থাকত, তাঁদের স্বাভাবিক সময়ের প্রায় দেড় বছর আগেই শুরু হয়ে যায় মেনোপজ।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বেশি পরিমাণে ভাত খেলে মেনোপজের সময় এগিয়ে আসে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement