Home /News /life-style /
RT-PCR পরীক্ষাতেও ধরা পড়ছে না corona! সমস্ত উপসর্গ থেকেও রিপোর্ট নেগেটিভ, নতুন চিন্তায় চিকিৎসকরা

RT-PCR পরীক্ষাতেও ধরা পড়ছে না corona! সমস্ত উপসর্গ থেকেও রিপোর্ট নেগেটিভ, নতুন চিন্তায় চিকিৎসকরা

পরীক্ষাতেও ধরা পড়ছে না corona!

পরীক্ষাতেও ধরা পড়ছে না corona!

একবার নয়। কখনও কখনও একাধিকবার পরীক্ষা করানোর পরেও রিপোর্ট নেগেটিভ আসছে। ফলে কোনও রোগী করোনা আক্রান্ত কি না তা বোঝা বেশ মুশকিল হয়ে উঠছে।

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: রোগী করোনা আক্রান্ত কি না তা জানতে RT-PCR পরীক্ষার পরামর্শ দিচ্ছিলেন চিকিৎসকরা। পরীক্ষার পরে রিপোর্ট নেগেটিভ এলেই নিশ্চিন্ত হওয়া যাচ্ছিল। কিন্তু বর্তমানে যে করোনা ভাইরাসের জন্য ত্রস্ত মানবজাতি, সেটি RT-PCR পরীক্ষাকেও ফাঁকি দিতে পারে অনায়াসেই। দিল্লির হাসপাতালেই এমন বেশ কয়েকটি কেস ধরা পড়েছে যেখানে দেখা যাচ্ছে রোগীর মধ্যে করোনার সমস্ত উপসর্গ থাকা সত্ত্বেও রিপোর্ট নেগেটিভ আসছে।

একবার নয়। কখনও কখনও একাধিকবার পরীক্ষা করানোর পরেও রিপোর্ট নেগেটিভ আসছে। ফলে কোনও রোগী করোনা আক্রান্ত কি না তা বোঝা বেশ মুশকিল হয়ে উঠছে।

চিকিৎসকরা সংবাদমধ্যমকে জানাচ্ছেন, তাঁদের কাছে এমন বেশ কয়েকজন রোগী এসেছে যাঁদের জ্বর, কাশি, শ্বাসকষ্টের মতো সমস্যা রয়েছে। সিটি স্ক্যানেও ফুসফুসের অবনতি ধরা পড়ছে। যে অবস্থা ধরা পড়ছে সিটি স্ক্যান রিপোর্টে তা কোভিড ১৯ এর রোগীদের মধ্যেই দেখা যাচ্ছিল। কিন্তু RT-PCR পরীক্ষা করালে তাঁদের রিপোর্ট পজিটিভ আসছে না।

RT-PCR ছাড়াও রয়েছে ল্যাভেজ টেস্ট নামে এক পরীক্ষা। যাদের রিপোর্ট নেগেটিভ এসেছিল এই ল্যাভেজ টেস্টের মাধ্যমে তাদের রিপোর্ট পজিটিভ আসে। এই পরীক্ষায় ফুসফুসের ফ্লুইড পরীক্ষা করা হয়। কিন্তু কেন নেগেটিভ আসছে এই রোগীদের রিপোর্ট। বিশেষজ্ঞদের মতে, এমন হতে পারে ভাইরাসের উপস্থিতি এই রোগীদের নাক ও মুখের ভিতরে নেই। যার ফলে লালারসের নমুনা থেকে ধরা পড়ছে না ভাইরাসের উপস্থিতি।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এখন পর্যন্ত ১৫ থেকে ২০ শতাংশ মানুষ এই ধরনের সমস্যায় ভুগেছেন। তবে এটি একটি গুরুতর সমস্যা। কারণ পজিটিভ হয়েও রিপোর্ট নেগেটিভ এলে সেই ব্যক্তির থেকে আরও ছড়াতে পারে ভাইরাস। চিকিৎসাতেও বিলম্ব তৈরি করছে এই সমস্যা।

প্রসঙ্গত, এবার যে উপসর্গগুলি বেশি করে দেখা যাচ্ছে সেগুলি হল, নাক দিয়ে অনবরত জল পড়া। চোখে কনজাংটিভাইটিস, ঠান্ডা লেগে যাওয়া ইত্যাদি।

Published by:Swaralipi Dasgupta
First published:

Tags: Corona News, Corona symptoms, Corona Update, Coronavirus, Covid ১৯