Hypertensive Retinopathy: উচ্চ রক্তচাপে ক্ষতি হয় চোখে? হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি কী? পরামর্শ বিশেষজ্ঞের
- Published by:Teesta Barman
- trending desk
Last Updated:
Hypertensive Retinopathy: বলছেন শঙ্কর চক্ষু হাসপাতালের কনসালট্যান্ট ভিট্রেওরেটিনাল সার্ভিসেসের চিকিৎসক ডা. নিধি জৈন। তিনি বিগত ছয় বছর ধরে প্র্যাকটিস করছেন এবং বিগত চার বছর ধরে গুজরাতের আনন্দের শঙ্কর চক্ষু হাসপাতালের সঙ্গে যুক্ত রয়েছেন।
আনন্দ, গুজরাত: উচ্চ রক্তচাপের (হাইপারটেনশন) কারণে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের কারণে দেহের ছোট, ছোট সূক্ষ্ম রক্তবাহী নালিকাগুলি নষ্ট হয়ে যায়। আর এই রক্তবাহী নালিকাগুলিই আমাদের চোখে রক্ত সরবরাহ করে। ফলে হাইপারটেনশনের জেরে রেটিনার রক্তবাহী নালিকাগুলি নষ্ট হয়ে যায়। আর রেটিনাই হল চোখের পিছনের অংশ, যেখানে ছবিগুলোর উপর স্পষ্ট ভাবে ফোকাস করা হয়। এই ধরনের চোখের রোগই হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি নামে পরিচিত। হাইপারটেনশনের সঠিক চিকিৎসা না-হলে কিন্তু দৃষ্টিশক্তি পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। এমনটাই বলছেন শঙ্কর চক্ষু হাসপাতালের কনসালট্যান্ট ভিট্রেওরেটিনাল সার্ভিসেসের চিকিৎসক ডা. নিধি জৈন। তিনি বিগত ছয় বছর ধরে প্র্যাকটিস করছেন এবং বিগত চার বছর ধরে গুজরাতের আনন্দের শঙ্কর চক্ষু হাসপাতালের সঙ্গে যুক্ত রয়েছেন। উচ্চ রক্তচাপ নানা ভাবে চোখের ক্ষতি করে। কী ভাবে, সেটাই জেনে নেওয়া যাক।
রেটিনোপ্যাথি:
চোখের পিছনের অংশ বা রেটিনার রক্তবাহী নালিকাগুলির সংবেদনশীল কলাকোষের ক্ষতি করে। এর ফলে চোখে রক্তক্ষরণ শুরু হয়। দৃষ্টিশক্তি ঝাপসা হতে পারে, এমনকী দৃষ্টিশক্তি নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে। আসলে রেটিনায় রক্ত সরবরাহ কমে আসে, এতে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসতে শুরু করে। তাই হাইপারটেনসিভ রেটিনোপ্যাথির চিকিৎসার জন্য রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে।
advertisement
advertisement
রেটিনায় ফ্লুয়িড তৈরি হওয়া:
এর ফলে ডিসটর্টেড ভিশনের সমস্যা দেখা দিতে পারে।
স্নায়ুতন্ত্রের ক্ষতি:
রক্ত সরবরাহ আটকে গেলে অপটিক নার্ভের ক্ষতি হয়। এর ফলে আংশিক ভাবে কিংবা সম্পূর্ণ রূপে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে।
advertisement
স্ট্রোক এবং তার প্রভাব:
উচ্চ রক্তচাপের জেরে স্ট্রোকের মতো সমস্যা দেখা দেয়। এতে অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয়। এমনকী মস্তিষ্কের সেই অংশের ক্ষতি করে, যেখানে কোনও কিছুর ছবি স্পষ্ট ভাবে ফুটে ওঠে।
হাইপারটেনসিভ রেটিনোপ্যাথির উপসর্গ:
সাধারণত এর কোনও উপসর্গ থাকে না। চোখের রুটিন পরীক্ষার সময়েই মূলত এই রোগ ধরা পড়ে। গুরুতর রোগ এবং হাইপারটেনশন বৃদ্ধির ক্ষেত্রে মাথা ব্যথা এবং দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসার মতো উপসর্গ দেখা যায়।
advertisement
চিকিৎসা:
এই রোগ প্রতিরোধ করার জন্য রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে। তার জন্য সুস্থ জীবনযাপন করা জরুরি। ফলে লবণ খাওয়ার পরিমাণ কমাতে হবে। সেই সঙ্গে নিয়মিত এক্সারসাইজ এবং মেডিটেশন করতে হবে। এতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে।
advertisement
গবেষণায় দেখা গিয়েছে যে, মৃদু হাইপারটেনসিভ রেটিনোপ্যাথির উপসর্গ প্রকট হয় ১০ শতাংশ প্রাপ্তবয়স্ক নন-ডায়াবেটিক মানুষের মধ্যে। হাইপারটেনসিভ রেটিনোপ্যাথির উপসর্গগুলির সঙ্গে অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতির সম্পর্ক রয়েছে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 21, 2023 12:57 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Hypertensive Retinopathy: উচ্চ রক্তচাপে ক্ষতি হয় চোখে? হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি কী? পরামর্শ বিশেষজ্ঞের