Indian jujube: সরস্বতী পুজোর আগেই কুলে ছেয়েছে বাজার? আসল কুল কিনছেন তো? কীভাবে বুঝবেন জেনে নিন

Last Updated:

Indian jujube: কাশি কুল বাজারে পাওয়া যায় পুজোর কয়েকদিন আগে থেকে। চলতি বছরে বাজারে কাশি কুলের নামে অন্য ধরনের কুলের প্রচলিত চোখে পড়ছে প্রায় বেশির ভাগ ফলের দোকানে।

+
কাশি

কাশি কুলের মত দেখতে কুল

কোচবিহার: বাঙালিদের উৎসব সরস্বতী পুজো আসতে আর বেশি দেরি নেই। চলতি বছরে ভালবাসার সপ্তাহের বিশেষ দিনেই এই পুজো হওয়ায় তোড়জোড় রয়েছে বিশেষ। বিশেষত ছাত্র-ছাত্রীদের জন্যে এই পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্র-ছাত্রীরা তো বটেই, প্রায় সব বয়সের মানুষই সকলেই গোটা বছর অপেক্ষা করে থাকেন সরস্বতী পুজোর জন্যে।
সরস্বতী পুজোর সঙ্গে যেই নামটা খুবই পরিচিত তা হল কাশি কুল। ছোট্ট এই ফল এই পুজোয় বিশেষভাবে দেবীকে উৎসর্গ করা হয়। কাশি কুল বাজারে পাওয়া যায় পুজোর কয়েকদিন আগে থেকে। তবে চলতি বছরে বাজারে কাশি কুলের নামে অন্য ধরনের কুল চোখে পড়ছে প্রায় বেশির ভাগ ফলের দোকানে।
আরও পড়ুনঃ বাজারে দেখলেই নাক সিঁটকান! কিডনি-হার্টের রোগের মহৌষধি এই মাংসল খাবার, সপ্তাহে একদিন অবশ্যই পাতে রাখুন
কোচবিহার ভবানীগঞ্জ বাজারের একজন ফল বিক্রেতা প্রদীপ রায় জানান, “টক-মিষ্টি স্বাদের ছোট্ট এই ফল কাশি কুল প্রায় সবারই খুব প্রিয়। কাশি কুলের সঙ্গে সরস্বতী পুজোর একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সকাল থেকে উপোস করে অঞ্জলি দিয়ে তার পরেই প্রসাদে কুল, খাওয়ার রীতি বহুদিন ধরে। সরস্বতী পুজোর কয়েকদিন আগে থেকে এই কাশি কুল ফলের দোকানে পাওয়া যায়। তবে সারা বছর থাকে না। এই কুলগুলি দেখতে একটু লম্বা ধরনের হয়। খুব একটা বড় সাইজের হয় না। এই কুল বেশিরভাগ বাইরে থেকেই আসে জেলার বিভিন্ন ফলের দোকানে।”
advertisement
advertisement
কোচবিহার ভবানীগঞ্জ বাজারের আরোও একজন ফল বিক্রেতা বাপি সরকার জানান, “এই বছর এখনও কাশি কুল বাজারে আসতে শুরু করেনি। তবে বেশ কিছু দোকানে কাশি কুলের নামে অন্য ধরনের এক কুল ক্রেতারা কিনছেন। অনেকটা কাশি কুলের মতো দেখতে এই কুলের দাম কিছুটা কম কাশি কুলের চাইতে। এ বার কাশি কুলের দাম খুব একটা বাড়াবে না। কয়েকদিন অপেক্ষা করলে বাজারের বিভিন্ন ফলের দোকান থেকে সঠিক কাশি কুল কিনতে পারবেন ক্রেতারা। ৬০ থেকে ৭০ টাকা কেজি প্রতি দামে বিক্রি হবে বিভিন্ন দোকানে।” তাই ক্রেতারা অযথা দাম বাড়ার ভয়ে কাশি কুলের নামে অন্য কুল যাতে না কিনে ঠকে যান। এই বিষয়টি নিয়ে আরও বেশি সচেতন হতে বলা হয় হবে ক্রেতাদের।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Indian jujube: সরস্বতী পুজোর আগেই কুলে ছেয়েছে বাজার? আসল কুল কিনছেন তো? কীভাবে বুঝবেন জেনে নিন
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement