ক্যানসার প্রতিরোধে সক্ষম ব্ল্যাক রাইস, কমবে ওবেসিটিও

Last Updated:

ব্ল্যাক রাইস। পশ্চিম মেদিনীপুরের পিংলায় একুশ একর জমিতে চলছে অ্যান্টি অক্সিডেন্ট এই চালের চাষ।

#মেদিনীপুর: ব্ল্যাক রাইস। পশ্চিম মেদিনীপুরের পিংলায় একুশ একর জমিতে চলছে অ্যান্টি অক্সিডেন্ট এই চালের চাষ। চাষ চলছে ডেবরা, মোহনপুরেও। চাষিদের দাবি, এই চাল শুধু ক্যানসার প্রতিরোধকই নয়। ভিটামিন ই, আয়রন, প্রোটিন-যুক্ত এই চাল সাধারণ যে কোনও চালের চেয়ে বহুগুন বেশি স্বাস্থ্যকর। পিংলায় ব্ল্যাক রাইস চাষ করে জৈব গ্রাম তৈরির পরিকল্পনা নিয়েছেন তাঁরা। বিদেশেও চাহিদা বাড়ছে ব্ল্যাক রাইসের।
পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের পাঁচ নম্বর মালিগ্রামের দক্ষিণ কলাপুজা গ্রাম। একুশ একর জমিতে ব্ল্যাক রাইস চাষ করে জৈর গ্রাম তৈরির পরিকল্পনা নিয়েছেন এলাকার চাষিরা। পিংলা ব্লক সহ-কৃষি অধিকর্তার সহযোগিতায় আতমা প্রকল্পে কালো চাল চাষে ব্যস্ত দক্ষিণ কলাপুজা প্রগতিশীল কৃষক সংঘের পঁচিশজন সদস্য। এর মধ্যে ব্ল্যাক, রেড বা ব্রাউন , ঠাণ্ডা জলে রান্না হবে এমন প্রজাতির ধানও রয়েছে।
advertisement
চাষিদের দাবি, ব্ল্যাক রাইস অ্যান্টি অক্সিডেন্ট। ক্যানসার প্রতিরোধে সক্ষম। ভিটামিন ই , আয়রন-যুক্ত ব্ল্যাক রাইস শরীরে ব্লাড সুগার আসতে দেয় না। কমানো যায় ওবেসিটিও।
advertisement
চাষিরা জানিয়েছেন, সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করা হচ্ছে ব্ল্যাক রাইস। পিংলা ব্লকের সহ কৃষি অধিকর্তা জানিয়েছেন, বর্তমানে পশ্চিম মেদিনীপুরের ডেবরা, পিংলা এং মোহনপুরে ব্ল্যাক রাইস চাষ হচ্ছে। বিদেশে এই চালের চাহিদা বেশি হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকদেরও।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ক্যানসার প্রতিরোধে সক্ষম ব্ল্যাক রাইস, কমবে ওবেসিটিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement