হাতুড়ে ডায়েটেশিয়ানদের থেকে সাবধান ! পরামর্শ ছাড়া ‘ওয়েট লস’-এ ঘটতে পারে বড়সড় বিপদ

Last Updated:

কম সময়ে বিপুল পরিমাণ ওজন কমিয়ে মোটা থেকে রোগা হওয়ার বিজ্ঞাপন থেকে সাবধান ৷

#কলকাতা: ‘স্বাস্থ্যই সকল সুখের চাবিকাঠি’- এই প্রবাদটির সঙ্গে প্রত্যেকেই পরিচিত। কিন্তু এই প্রবাদের সঠিক অর্থ ক’জন বুঝতে পেরেছেন, তা নিয়ে সন্দেহ রয়েছে ৷ কারণ স্বাস্থ্য নিয়ে ছেলেখেলা করাটা কোনও নতুন ঘটনা নয় ৷ প্রত্যেকেই কম-বেশি করে থাকেন ৷ অধিকাংশ ক্ষেত্রে মানুষ এখন স্বাস্থ্যের চেয়ে চাহিদাকেই বেশি প্রাধান্য দিচ্ছে ৷ তার মধ্যে অন্যতম হল ‘ওয়েট লস’ ৷ স্লিম-ট্রিম থাকতে কেই বা না চান ৷ কিন্তু তার জন্য একটা সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে ৷ ইচ্ছেমতো ডায়েট কিংবা খেয়ালখুশি মতো ব্যায়াম করলে তাতে লাভের চেয়ে ক্ষতিই হবে বেশি ৷
শহরের জুনিয়র থেকে সিনিয়র ডায়েটেশিয়ানরা ঠিক সেই কথাটাই বোঝাতে চাইছেন সাধারণ মানুষকে ৷ কারণ শহরে বাড়ছে ‘ভুয়ো’ বা হাতুড়ে ডায়েটেশিয়ানদের সংখ্যা ৷ যারা এই লকডাউনের মধ্যে সোশ্যাল মিডিয়াকেই হাতিয়ার করেই জনপ্রিয় হয়ে উঠেছেন ৷ ১৫ দিনে ১৫ কেজি ওয়েট লস ! হ্যাঁ ঠিক এমন জিনিসই ভিডিওতে দেখানো হচ্ছে ৷ অনেকরা সেই পদ্ধতি অনুসরণ করে ফলও পেয়েছেন ৷ কিন্তু সেই ফল অদূর ভবিষ্যতের জন্য কতটা লাভজনক, তা নিয়ে সন্দেহ রয়েছেই ৷
advertisement
নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতার এক ডায়েটেশিয়ানের মতে, ‘‘আমরা মনে করি, আমরা নিজেরাই সব কিছু জানি। তার উপর রয়েছে গুগল, ইন্সটাগ্রাম, ফেসবুক, ইউটিউবের মত গুচ্ছ অপশন, এগুলো থেকে জ্ঞান অর্জন করে নিজের এবং আরও পাঁচজনের উপকার করার নামে আদতে যে আমরা তাদের কি পরিমান ক্ষতি করছি প্রতিনিয়ত, সেটা কি আমরা বুঝি! নাহ! বুঝিনা, উল্টে মুড়ি-মুড়কির মত ছড়িয়ে থাকা ইউটিউব চ্যানেল গুলোতে ভিউ বাড়িয়ে চলেছি অনরবরত। হয়তো আপনারা জানেন না, প্রত্যেকটা মানুষের ডায়েট আলাদা হয়। প্রত্যেকটা মানুষের উচ্চতা, ওজন, দৈনিক পরিশ্রমের হার এসব অনুযায়ী প্রত্যেকের ডায়েট আলাদা হয়। এছাড়া আমাদের শরীরে নানা রকম রাসায়নিক বিক্রিয়া প্রতিনিয়ত ঘটছে, আর সবার শরীরে এই বিক্রিয়ার হার সমান নয়। যাকে বলে মেটাবলিজম রেট। আপনার মেটাবলিজম রেট কেমন, সেটাও আপনার খাদ্যাভ্যাস চয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া বিভিন্ন ধরনের কো-মরবিডিটিস তো রয়েইছে। ভুল ডায়েট গ্রহণে সে ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে !’’
advertisement
advertisement
তিনি আরও জানান, ‘‘আজ আপনি হয়তো "২ মাসে ৬ কেজি ওজন কমান" এই চটকদার বিজ্ঞাপন দেখে একগাদা টাকা খসিয়ে, নানাবিধ সাপ্লিমেন্ট খেয়ে "ছিল রুমাল, হয়ে গেল বিড়াল" এর মত পরিবর্তন ঘটিয়ে ফলাও করে ইন্সটাতে নিজের সাকসেস স্টোরি শেয়ার করলেন, তারপর হয়তো নানাবিধ সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হবে আপনাকে। ভুল ডায়েট ফলো করায় এই হাল!! তখন কিন্তু একজন কোয়ালিফায়েড ডায়েটেশিয়ানের পরামর্শই আপনাকে মানতে হবে। এটা বিজ্ঞান, ছেলে খেলার জিনিস নয়।’’
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
হাতুড়ে ডায়েটেশিয়ানদের থেকে সাবধান ! পরামর্শ ছাড়া ‘ওয়েট লস’-এ ঘটতে পারে বড়সড় বিপদ
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement