Murshidabad Tourism: ঘণ্টায় ঘণ্টায় বেজে ওঠে ঘণ্টা! হাজারদুয়ারি গেলে প্রাচীন ঘণ্টাঘর দেখতে ভুলবেন না
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Murshidabad Tourism: মুর্শিদাবাদ পুরসভার উদ্যোগে ঘন্টা ঘর সংস্কারের পর সাধারণ মানুষ এখন দেখতে আসেন। ফলে নতুন পর্যটন ক্ষেত্র এই ঘন্টাঘর। দোলের ছুটিতে কাটিয়ে আসুন ঘন্টা ঘরের সামনে। ছুঁয়ে দেখুন ইতিহাস।
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ মানেই ইতিহাসের আকর। জানা-অজানা ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই শহরের কোণায়, কোণায়। কিছু সংরক্ষিত হলেও সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছিল বহু পুরনো ইতিহাস। তেমনই নিজের ঐতিহ্য হারাতে বসেছিল মুর্শিদাবাদ শহরের কেল্লা নিজামতে প্রবেশ করার দক্ষিণ দরজার সামনে অবস্থিত ঘণ্টাঘর। যা সংস্কার করে পর্যটকদের কাছে আকর্ষণীয় গড়ে তোলা হয়েছে। প্রতি ঘণ্টায় অটোমেটিক ভাবেই মেশিনের সাহায্য বাজে ঘণ্টা। ভোর ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত ঘণ্টায় ঘণ্টায় বেজে ওঠে এই ঘণ্টা। মুর্শিদাবাদ পুরসভার উদ্যোগে ঘণ্টাঘর সংস্কারের পর সাধারণ মানুষ এখন দেখতে আসেন। ফলে নতুন পর্যটনের নতুন আকর্ষণ এই ঘণ্টাঘর। দোলের ছুটিতে কাটিয়ে আসুন ঘণ্টাঘরের সামনে। ছুঁয়ে দেখুন ইতিহাস।
ঘণ্টাঘরের বিষয়ে লিখিত কোনও ইতিহাস না থাকলেও নবাব পরিবার সূত্রে জানা যায়, উনবিংশ শতকের প্রথম দিকে অর্থাৎ ১৮১০ বা তার কয়েক বছরের মধ্যেই এই ঘণ্টাঘর নির্মাণ করা হয়েছিল নবাব আলিজার আমলে। ঘন্টাঘর তৈরির মূল উদ্দেশ্য ছিল সৈন্যদের সতর্কীকরণ ও সময় জানানো। অবশেষে মুর্শিদাবাদ পুরসভার উদ্যোগে ঘণ্টাঘর নতুন করে সংরক্ষণ করে সাজিয়ে তোলা হয়েছে, যা উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন : চতুর্থ শ্রেণী পাশ বাবা কাপড়ের ফেরিওয়ালা, অনটনকে হারিয়ে ছেলে আইএএস অফিসার!
নবাব পরিবার সূত্রে জানা যায়, বর্তমানে দক্ষিণ দরজার সামনে যেখানে সিরাজউদ্দৌলা পার্ক রয়েছে সেখানেই নবাব জাইন-উদ্দিন-আলি খান বা নবাব আলিজার প্রাসাদ ছিল। সেই প্রাসাদ সহ সমগ্র কেল্লা চত্বরের প্রবেশদ্বার ছিল এই দক্ষিণ দরজা। দক্ষিণ দরজা লাগোয়া ঘণ্টাঘরের পাশে সৈন্য ক্যাম্প আজও বর্তমান, যদিও বর্তমানে সেখানে সাধারণ মানুষের বসবাস শুরু হয়েছে। সেই সৈন্য ক্যাম্পের পাশেই কেল্লা চত্বরের প্রবেশদ্বার অর্থাৎ দক্ষিণ দরজার সম্মুখে তৈরি করা হয় একটি ঘণ্টাঘর। নির্দিষ্ট কিছু সময়ে সৈন্যদের সতর্ক করা বা সময় জানানোর জন্য সেই ঘণ্টা বাজানো হত। ঘণ্টার আওয়াজ শুনে সময় জানতে পারতেন আশেপাশের এলাকার সাধারণ মানুষও।
advertisement
advertisement
নবাব আলিজার প্রাসাদ ধ্বংস হয়ে গিয়েছে বহুকাল আগেই। তার সেনা ক্যাম্প বর্তমানে সাধারণ মানুষের দখলে। তবে অটোমেটিক মেশিনের সাহায্যে প্রতি ঘন্টায় বাজে ঘন্টা। কয়েক লক্ষ টাকা ব্যয়ে এই ঘণ্টাঘর রক্ষণাবেক্ষণ করে পর্যটকদের কাছে নতুন আকর্ষণ গড়ে তোলা হয়েছে। এ বার দোলের ছুটিতে মুর্শিদাবাদে এলে অবশ্যই ঘুরে আসুন এই ঘণ্টাঘর।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 21, 2024 1:07 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Murshidabad Tourism: ঘণ্টায় ঘণ্টায় বেজে ওঠে ঘণ্টা! হাজারদুয়ারি গেলে প্রাচীন ঘণ্টাঘর দেখতে ভুলবেন না