Happy Valentines Day 2020 : বছরভর থাকুক প্রেম, প্রেম দিবসে একটু বেশি !

Last Updated:

যাঁরা মানেন, তাঁরা তো মন প্রাণ ঢেলেই দেন ৷ আর যাঁদের মনে প্রেম দিবস মানে ভ্যালেন্টাইনস ডে নিয়ে নানা কচকচি, তাঁদের কিন্তু একটাই মত, প্রেমের আবার দিন হয় নাকি ৷

#কলকাতা: যাঁরা মানেন, তাঁরা তো মন প্রাণ ঢেলেই দেন ৷ আর যাঁদের মনে প্রেম দিবস মানে ভ্যালেন্টাইনস ডে নিয়ে নানা কচকচি, তাঁদের কিন্তু একটাই মত, প্রেমের আবার দিন হয় নাকি ৷ ‘ভি ডে’ নিয়ে যাঁদের বিরক্তি তাঁদের এই মতকে একেবারেই ফেলে দেওয়াটা ভুল ৷ তবে ব্যাপারটা যদি ঘুরিয়ে ভাবা যায়, তাহলে দাঁড়ায়, প্রেম হোক, প্রেম থাকুক, প্রেম করুন ৩৬৫ দিন ৷ আর প্রেম দিবসে একটু বেশি ৷ কেন ? চটপট পড়ে ফেলুন...
১) প্রেম যদি একেবারেই হয় নতুন ৷ তাহলে ভ্যালেন্টাইনস ডে ব্যাপারটা একটু বেশিই গুরুত্বের ৷ কারণ, আপনি আপনার ভালোবাসার মানুষটি ভালোবাসেন কতটা, তা দেখানো তো একটা কায়দা চাই ! সেই কায়দার দিনই হল ‘ভি ডে’ ৷
২) প্রেম মাপার কোনও ইউনিট নেই ৷ বার বার আই লাভ ইউ বললেই, আর সাতকাহন শেষ, ব্যাপারটা সেরকম নয় ৷ ব্যস্ত দুনিয়ায় প্রিয় মানুষকে পুরোটা সময় দেওয়াই আসল প্রেম ! আর সেই মুহূর্তটাই সারা জীবনের পুঁজি ৷
advertisement
advertisement
৩) উপহার দিন অবশ্যই ৷ তা গোলাপ হোক বা চকোলেট ৷ কিংবা দামি জিনিস ৷ কিন্তু সঙ্গে যেন থাকে আপনার ভালোবাসার ছোঁয়া ৷ কারণ, আজকের দেওয়া উপহার, কাল পুরনো ৷ প্রেমকে পুরনো হতে দেবেন না ৷
৪) মনের যেমন বয়স হয় না ৷ তেমনই প্রেমেরও হয় না বয়স ৷ একসঙ্গে থাকার বছর গুলো যদি অনেক হয়, তাহলে প্রেম দিবসে সেই বিষয়কেই সেলিব্রেট করুন সবচেয়ে বেশি ৷ ‘ভ্যালেন্টাইনস ডে’- না হয় থাকুক সেকেন্ডারি ৷
advertisement
৫) প্রেমদিবস মানে আপনার প্রেমে রিফ্রেস ক্লিক ৷ ঝগড়া, মনোমালিন্য ভুলে প্রেম দিবসটাকে একেবারে নিজেদের মতো করে মেতে উঠুন ৷ যদি কোনও খেদ থাকে ৷ থাকুক না তা পড়ে ৷ প্রেমে একটু বিরোহ না থাকলে প্রেম কিন্তু জমে না ৷
৬) ভিড়ের জায়গায় না গিয়ে প্রেম দিবসে একটু ফাঁকা মনের মতো জায়গা বাছুন ৷ আর আপনি যদি ভিড়ে থেকেও একলা হতে পারেন, তাহলে বেস্ট প্রেমিকের খেতাব আপনারই মাথায় ৷
advertisement
৬) প্রেমে পড়া সহজ, কিন্তু প্রেম বয়ে নিয়ে যাওয়া খুবই কঠিন ৷ তাই ভালোবাসাকে ভালোবাসতে শিখুন ৷
৭) ভুল বোঝাবুঝির জন্য রয়েছে বছরের আরও অনেক দিন ৷ প্রেম দিবসে, সব দূরে সরিয়ে শুধুই ডুব দিন প্রিয় মানুষের চোখে ৷ বাদ বাকি সব ঘটবে নিজে থেকেই ! রইল শুভেচ্ছা ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Happy Valentines Day 2020 : বছরভর থাকুক প্রেম, প্রেম দিবসে একটু বেশি !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement