Happy Propose Day, Valentines Week: প্রোপোজ করুন এভাবে, প্রিয় মানুষ হ্যাঁ বলবেই !

Last Updated:

তাই বলি কি, আই লাভ ইউ এবারটা না-ই বা বললেন ! ভাবছেন তাহলে প্রেম প্রকাশ হবে কি করে ? চটপট পড়ে ফেলুন নীচে দেওয়া লাভ টিপস !

#কলকাতা: ইউ সো বোরিং ৷ নতুন কিছু নেই ! প্রোপোজ ডে-তে শুনতেই পারেন একথা ৷ তাই বলি কি, আই লাভ ইউ এবারটা না-ই বা বললেন ! ভাবছেন তাহলে প্রেম প্রকাশ হবে কি করে ? চটপট পড়ে ফেলুন নীচে দেওয়া লাভ টিপস !
১) i love u বড্ড পুরনো ৷ একঘেয়ে ৷ সেই আদিম কাল থেকে সিনেমার পর্দা হোক কিংবা রিয়্যালিটি, প্রেম মানেই সেই বস্তাপচা ইংরেজির তিনটে শব্দ ৷ এর মানে এই নয়, যে শব্দ তিনটেকে নিন্দে করছি ৷ বরং স্মার্ট ফোনের যুগে, আই ফোন ৬ এস-এর যুগে বদলে যাক না প্রেমের ভাষা !
advertisement
২) ভালোবাসার কথা হোক আপনার ভাষাতেই ৷ প্রিয় মানুষকে বলে উঠুন আমি তোমাকে ভালবাসি ৷ দেখবেন আই লাই ইউ-এর থেকে বেশি মিষ্টি হবে ব্যাপারটা ৷
advertisement
৩) ভালোবাসার মানুষটিকে চমকে দিতে, একেবারে অন্য ভাষায় প্রেম প্রকাশ করুন ৷ ফরাসী, চাইনিজ, কিংবা জাপানী হলেও ক্ষতি নেই ৷ ভাবছেন এ ভাষা তো আপনার জানা নেই ৷ তাহলে ? গুগল ট্রান্সলেটরে গিয়ে চটপট জেনে ফেলুন ‘আই লাভ ইউ’-এর জাপানী !
advertisement
আরও পড়ুন

Happy Rose Day 2020, Valentine’s Week: ‘Rose’ দিবসে প্রেম বাড়ুক গোলাপে !

৪) প্রেমিক- প্রেমিকা যদি ভিনদেশি, অন্যভাষার হয়, তাহলে তো কথাই নেই ৷ তার ভাষাতেই নিজের ভালোবাসাকে রঙিন করে তুলুন ৷ আপনি তাকে কতটা ভালোবাসেন, সেটা প্রকাশ করার এর থেকে ভালো উপায় কিন্তু আর নেই ৷
৫) শুধু মুখে কেন ? কাগজে লিখেও প্রকাশ করতে পারেন আপনার ভালোবাসা ৷ প্রিয় মানুষকে অবাক করে দিতে, সাদা কাগজে বড় বড় করে লিখে ফেলুন 143 ৷ এর মানে, 1 = I, 4= LOVE , 3= YOU ৷ ব্যাপারটা কিন্তু জমে যাবে ৷
advertisement
৬) নিজেই লিখে ফেলুন কবিতা ৷ ছন্দ মিলুক বা না মিলুক, কবিতার লাইনে যেন থাকে প্রিয় মানুষের নাম ৷ এতে প্রকাশ পাবে, জীবনের ছন্দে, ছন্দ পতনে, যাই হোক না কেন ৷ আপনি থাকবেন তার সঙ্গেই ৷
৭) জোরে জোর পড়ে শোনান রোমিও-জুলিয়েট ! কিংবা রবি ঠাকুরেরে প্রেমের কবিতা ৷ পড়তে পারেন জয় গোস্বামীও ৷ হলপ করে বলতে পারি, আই লাভ ইউ-এর থেকে এর জোর অনেক বেশি ৷
advertisement
সব শেষে রইল শুভেচ্ছা ৷ জমে উঠুক আপনার প্রোপোজ দিবস ! তবে হ্যাঁ, প্রেম প্রকাশের কিন্তু নির্দিষ্ট দিন হয় না ৷ যে কোনও দিন, যে কোনও সময়ই আপনি প্রোপোজ করতে পারেন বিন্দাস !
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Happy Propose Day, Valentines Week: প্রোপোজ করুন এভাবে, প্রিয় মানুষ হ্যাঁ বলবেই !
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement