নতুন বছরে ওজন ঝরানোর রেজোলিউশন নিয়েছেন? রইল দারুণ সব রেসিপি

Last Updated:

দেখে নেওয়া যাক, প্রোটিন সমৃদ্ধ কিছু রেসিপির সন্ধান। যা সহজে বাড়িতেই বানিয়ে ফেলা যাবে।

ওজন কমানোর উপায়
ওজন কমানোর উপায়
#কলকাতা: যাঁরা ওজন কমাতে চাইছেন, তাঁদের জন্য সবথেকে উপাদেয় এবং উপযুক্ত বিকল্প হল প্রোটিন। আসলে ওজন নিয়ন্ত্রণে রাখতে হলে ওয়ার্কআউটের পাশাপাশি প্রোটিন সমৃদ্ধ স্বাস্থ্যকর ডায়েটের অভ্যেস গড়ে তুলতে হবে। তাই সুস্থ ভাবে ওজন ঝরাতে চাইলে সঠিক ডায়েট বজায় রাখা জরুরি। আর একটা বিষয় মাথায় রাখা জরুরি যে, বাইরের খাবার খাওয়ার অভ্যেস ত্যাগ করতে হবে। তার পরিবর্তে ঘরে রান্না করা খাবারই খাওয়া উচিত। ঘরে তৈরি খাবার এমনিতেই স্বাস্থ্যকর এবং উপাদেয়। দেখে নেওয়া যাক, প্রোটিন সমৃদ্ধ কিছু রেসিপির সন্ধান। যা সহজে বাড়িতেই বানিয়ে ফেলা যাবে।
ডিমের মশলা ভুর্জি:
উপকরণ:
advertisement
২-৩ চা-চামচ তেল
১ চা-চামচ রসুন
২টো কাঁচা লঙ্কা
১ ইঞ্চি আদা
৬টি কারি পাতা
আধ কাপ পেঁয়াজ
স্বাদমতো লবণ
১ চা-চামচ হলুদ গুঁড়ো
১ চা-চামচ লঙ্কা গুঁড়ো
দেড় চা-চামচ পাও ভাজি মশলা
৪ ডিম
সাজানোর জন্য ধনে পাতা কুচি
advertisement
একটা প্যান নিয়ে তাতে তেল দিতে হবে। রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং আদা কুচি দিতে হবে। ভাল করে রান্না করে নিয়ে কারি পাতা এবং পেঁয়াজ কুচি মিশিয়ে নিতে হবে। এ-বার সমস্ত মশলা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। ডিম যোগ করে যতক্ষণ না ভাল করে রান্না হচ্ছে, ততক্ষণ নাড়াচাড়া করে যেতে হবে। এর পর পাতে ঢেলে নিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে।
advertisement
আপেল-চিয়া সিডের স্মুদি:
উপকরণ:
১টা আপেল
১ কাপ টক দই
১ চা-চামচ পিনাট বাটার
১ চা-চামচ চিয়া সীড
প্রণালী:
আপেলটাকে ভাল করে পরিষ্কার করতে হবে। এবার ছোট ছোট টুকরো করে নিতে হবে। এর পর একটা ব্লেন্ডারে আপেলের টুকরো এবং অন্যান্য উপকরণ যোগ করে ভাল করে ব্লেন্ড করে নিতে হবে। স্মুদি খাওয়ার আগে তা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নেওয়া যেতে পারে।
advertisement
পালং পনির বা পালক পনির:
উপকরণ:
৫০০ গ্রাম পালং শাক (বেটে নেওয়া)
১৫টি পনিরের টুকরো
২ টেবিল-চামচ তেল
১ চা-চামচ গোটা জিরে
১টা তেজ পাতা
১ ইঞ্চি আদা
১ চা-চামচ রসুন
১ কাপ পেঁয়াজ বাটা
advertisement
আধ কাপ টম্যাটো পিউরি
লবণ স্বাদ মতো
আধ চা-চামচ গরম মশলা
আধ চা-চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
আধ চা-চামচ ধনে গুঁড়ো
প্রণালী:
প্রথমে পালং শাকটা সেদ্ধ করে মিহি করে পেস্ট বা পিউরি বানিয়ে নিতে হবে। একটি প্যানে তেল গরম করে পনিরের টুকরোগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। পনিরের টুকরোগুলি তুলে নিয়ে প্যানে থাকা তেলে গোটা জিরে এবং তেজ পাতা ফোড়ন দিতে হবে। খানিক নাড়াচাড়া করে তাতে আদা-রসুন কুচি এবং পেঁয়াজ বাটা দিয়ে ভাল করে ভাজতে হবে। এর পর একে একে স্বাদমতো লবণ, গরম মশলা, ধনে গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়ো মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। টম্যাটো পিউরি যোগ করে ভাল করে রান্না করতে হবে। এ-বার পালং শাকের পিউরি ঢেলে নাড়াচাড়া করতে হবে। গ্রেভি প্রস্তুত হয়ে গেলে পনিরের টুকরো যোগ করে ভাল করে মিশিয়ে নিতে হবে। সব শেষে পাতে ঢেলে গরম গরম পরিবেশন করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
নতুন বছরে ওজন ঝরানোর রেজোলিউশন নিয়েছেন? রইল দারুণ সব রেসিপি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement