Happy Kiss Day 2021: প্রথম হোক বা না হোক, চুম্বনের আগে মাথায় রাখুন এই বিষয়গুলো
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
চুম্বন এক বিশুদ্ধ শিল্প, তার অনুশীলন প্রয়োজন বইকি
Happy Kiss Day 2021: সম্ভাবনা আছে- অনেকে হয় তো আগামিকালই প্রথম সঙ্গী/সঙ্গিনীর ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড গড়বেন! যাঁরা সেই ধাপ পেরিয়ে এসেছেন, নতুন করে মনের মানুষের ঠোঁটে খুঁজে নেবেন আশ্রয়। যা সার্থক করে তুলবে কিস ডে! তবে, প্রথম হোক বা না হোক, কাউকে চুম্বনের আগে নিচের পরামর্শগুলো মাথায় রাখতে ভুলবেন না। চুম্বন এক বিশুদ্ধ শিল্প, তার অনুশীলন প্রয়োজন বইকি!
১. এমন কাউকে বেছে নেবেন না, যাকে আপনি চুম্বন করতে চান না! নয় তো ব্যাপারটা শুধু এক্সপেরিমেন্ট হয়েই থেকে যাবে, নিজের পারফরম্যান্স নিয়েও সন্দেহ জাগতে পারে। ভালোও কিন্তু তেমন একটা লাগবে না!
২. চুম্বনের আগে সঙ্গী/সঙ্গিনীর সম্মতি প্রয়োজন- হঠাৎ করে তাঁকে ব্যতিব্যস্ত করে তুললে তা দুই পক্ষেরই অস্বস্তির কারণ হবে।
advertisement
advertisement
৩. চুম্বনের আগে পরিবেশ এবং পরিস্থিতি মাথায় রাখা প্রয়োজন। তর্কবিতর্কের মাঝে বা সর্দিকাশি নিয়ে যেমন চুম্বন করা উচিৎ নয়! তাই রোম্যান্টিক মুহূর্ত তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করা বাঞ্ছনীয়।
৪. অন্যতম জরুরি শর্ত- প্রশ্বাসে যেন অপ্রীতিকর গন্ধ না থাকে! দরকার হলে মিন্ট ব্যবহার করে আগে থেকে শ্বাসে তরতাজা ভাব আনা যায়।
advertisement
৫. সঙ্গমের মতো এক্ষেত্রেও সঙ্গী/সঙ্গিনী কী চাইছেন, সেটা শুরুর দিকের আলতো চুম্বনের মাঝে জেনে নেওয়া প্রয়োজন। না হলে ব্যাপারটা উপভোগ্য হবে না।
৬. সঙ্গী/সঙ্গিনী যা করছেন, চুম্বনের মুহূর্তে, তাতে মন দেওয়া দরকার। সেটা অনুসরণ করা দরকার। তাহলে মুহূর্ত দুই পক্ষেই আনন্দদায়ক হবে।
৭. খুব বেশি দমবদ্ধ করা পরিবেশ তৈরি না করাই ভালো। শুরুটা হোক আলতো করে। তার পর কতটা নিবিড় হবে চুম্বন, সেটা দুই পক্ষের আগ্রহই বুঝিয়ে দেবে।
advertisement
৮. শুধুই ঠোঁটে নয়, চুম্বনের মুহূর্তে সঙ্গী/সঙ্গিনীর চিবুক, গাল, কপাল, নাকের ডগা স্পর্শ করাটাও প্রয়োজন, তা নিবিড় অন্তরঙ্গতা তৈরিতে সাহায্য করে। পাশাপাশি গাঢ় চুম্বনের মাঝে সাহায্য করে শ্বাস নিতেও।
৯. এক্ষেত্রে ঠোঁট দিয়ে শুরু করে চিবুক, গালের দুই পাশ, কানের পিছনে যাওয়া যেতে পারে। যা আবেশের মুহূর্ত রচনা করবে।
১০. চুম্বনে জিভ ব্যবহার করার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, কিন্তু এক্ষেত্রে সতর্ক হতে হবে। সঙ্গী/সঙ্গিনীর জিভের ডগা ছুঁয়ে আবার ফিরে যেতে হবে ঠোঁটে। সেখান থেকে এবার নিজের জিভ দিয়ে স্পর্শ করতে হবে অপর পক্ষের জিভের তলা। ধীরে ধীরে আবার ফিরে আসতে হবে ঠোঁটে। সব শেষে, কিছুক্ষণ একে অপরের জিভ নিয়ে খেলা করা যায়।
advertisement
১১. শুধু জিভ নয়, সতর্ক থাকতে হবে দাঁতের ব্যবহার নিয়েও। সঙ্গী/সঙ্গিনীর নিচের ঠোঁট এক্ষেত্রে খুবই আলতো করে সামনের দুই দাঁতে বড়জোর এক সেকেন্ড ধরে রাখা যায়, তার বেশি নয়।
১২. চুম্বনের সময়ে হাত কী করছে, সেটাও মাথায় রাখতে হবে। পরস্পরকে নিবিড় ভাবে জড়িয়ে এক্ষেত্রে পিঠে বা বুকে নিবিড় ভাবে স্পর্শসুখ নেওয়া যায়, কিন্তু তা যেন বাড়াবাড়িতে না পৌঁছায়!
advertisement
১৩. সব শেষে মনে রাখতে হবে একটাই কথা- চুম্বন যেন স্বতস্ফূর্ত হয়, না হলে সব দিক রক্ষা করলেও আনন্দের মুহূর্ত তৈরি হবে না, পরস্পরকে আর চুম্বন করতেও ইচ্ছা করবে না!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 12, 2021 10:53 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Happy Kiss Day 2021: প্রথম হোক বা না হোক, চুম্বনের আগে মাথায় রাখুন এই বিষয়গুলো