Handwriting Tips: হাতের লেখা ভাল করতে হলে, ছোট থেকেই করতে হবে এই কাজ! শিখিয়ে দিন আপনার সন্তানকে
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
হাতের লেখা ভাল করতে হলে শৈশব থেকে হাতের লেখা নিয়ে চর্চা থাকা দরকার, হাতের লেখার পাশাপাশি নিখুঁত বানান লেখাও প্রয়োজন
হাওড়া: সুন্দর হাতের লেখা কিশলয় জীবনের স্হায়ী সম্পদ, যেদিকে লক্ষ্য রাখা দরকার শিশুর পিতা-মাতাকে। হাতে লেখা ভালো করতে হলে শিশুকাল থেকে তার চর্চা শুরু করতে হয়। আর সেইদিক গুরুত্ব রেখেই হাওড়া শিশু মেলা ২০২৪ এ ‘সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতার’ আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় প্রায় ২৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করএই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কারও দেওয়া হয়।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকে ভুয়ো প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ‘ভাইরাল’, সাইবার ক্রাইমে সংসদ
ক্লাসে যার হাতের লেখা ভাল, একসময় তার কদর ছিল আলাদা, এখনো আছে বৈকি। তবে কম্পিউটারের জমানায় তা বোধ হয় অনেকটাই কমে এসেছে |আর তাই শিশুদের মধ্যে সুন্দর হাতের লেখার আগ্রহ বাড়ানোর জন্য হাওড়া শিশু মেলা ২০২৪ এ অন্য প্রতিযোগিতার পাশাপাশি সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়এই প্রতিযোগিতা ২৪ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে।
advertisement
এবারের প্রতিযোগিতায় প্রায় ২৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ৩-১২ বছরের ছাত্র ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে |লক্ষ্য একটাই শিশুদের মধ্যে কিশলয় বয়স থেকেই সুন্দর হাতের লেখার অভ্যাস রপ্ত করা। এটি একটি নতুন ধরণের প্রতিযোগিতা। শুধু সুন্দর হাতের লেখাই নয় বানানের দিক থেকেও তা শুদ্ধ হতে হবে। আ কার, ই কার সব ঠিকমতো বসছে কিনা সেগুলোরও খেয়াল রাখা হয়। এমনকী শুনে লেখার ক্ষেত্রে কোনও শব্দ বাদ গেলে চলবে না এই সবগুলো বিষয় দেখা হয়েছে সুন্দর হাতের লেখার প্রতিযোগিতার ক্ষেত্রে।
advertisement
advertisement
সুন্দর হস্তাক্ষরের শিক্ষা কিশলয় বয়স থেকে শিখলেই তা ভাল করে রপ্ত করা যায়। শিশু মেলা মানে, শিক্ষা সংস্কৃতির মেলা আর সেখানে সুন্দর হাতের লেখার মতো প্রতিযোগিতাকে সাধুবাদ জানিয়েছেন সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতার এক বিচারক স্বপন নন্দী |রাকেশ মায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 19, 2024 2:00 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Handwriting Tips: হাতের লেখা ভাল করতে হলে, ছোট থেকেই করতে হবে এই কাজ! শিখিয়ে দিন আপনার সন্তানকে