Hair Straightening:পুজোর আগে হেয়ার স্ট্রেটনিং? এতে চুলের কী কী ক্ষতি হচ্ছে? জানলে শিউরে উঠবেন
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
পুজোর আগে অনেকেই হেয়ার স্ট্রেটনিং কিংবা স্মুদনিং করান। কিন্তু এর পার্শ্বপ্রতিক্রিয়া জানলে ভয় পাবেন। চুল সুন্দর করতে গিয়ে চুল শেষ করে ফেলছেন না তো!
জলপাইগুড়ি: পুজোর আগে অনেকেই হেয়ার স্ট্রেটনিং কিংবা স্মুদনিং করান। কিন্তু এর পার্শ্বপ্রতিক্রিয়া জানলে ভয় পাবেন। চুল সুন্দর করতে গিয়ে চুল শেষ করে ফেলছেন না তো!
অনেকেই স্ট্রেট চুল পছন্দ করেন। স্ট্রেতনার দিয়ে চুল স্ট্রেট করলে তা বেশিক্ষণ থাকে না। কাজেই অনেকেই পার্মানেন্ট স্ট্রেটনিং করান আর তার জন্য খরচা হয় গাদাগাদা। পাকাপাকি ভাবে চুল স্ট্রেট করতে চাইলে কেমিক্যাল ট্রিটমেন্ট করাতে হয়। আর তাতে চুলের ক্ষতি হবেই হবে। চিকিৎসক অঙ্কুর চক্রবর্তী জানান, হেয়ার স্ট্রেটনিং করালে চুল ভীষণ রুক্ষ হয়ে যায়। নিয়মিত হেয়ার স্ট্রেটনার, ফ্ল্যাট আয়রন, হেয়ার ড্রায়ার ব্যবহার করলে চুলে থাকা প্রাকৃতিক তেল কমে যায়, ফলে চুল রুক্ষ হয়ে যায়।ফলে চুল পড়ার সমস্যা বাড়ে। অকালেই চুল পেকে যায়, অতিরিক্ত জট পড়ে, খুশকির মতো একাধিক সমস্যা দেখা দেয়। রুক্ষতার কারণে চুলের ডগা ফেটে যায়। কেমিক্যাল ট্রিটমেন্ট করালে চুলের ফলিকেল নষ্ট হয়ে যায়, তাই চুলের গোড়া আলগা হয়ে যায় এবং চুল পড়া বাড়ে। হেয়ার স্ট্রেটনিং করালে চুলের বৃদ্ধি কমে যায় কারণ চুলের কিউটিকল ক্ষতিগ্রস্ত হয়।
advertisement
সুরজিৎ দে
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
October 08, 2024 5:10 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Hair Straightening:পুজোর আগে হেয়ার স্ট্রেটনিং? এতে চুলের কী কী ক্ষতি হচ্ছে? জানলে শিউরে উঠবেন