Hair Dye and Cancer Risk: হেয়ার স্ট্রেটনিং-চুলে রং করলে কি ক্যানসার হয়? গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! এখনই জানুন
- Published by:Raima Chakraborty
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
Hair Dye and Cancer Risk: রাসায়নিক স্ট্রেটনার এবং পার্মানেন্ট হেয়ার ডাইয়ের কারণে স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ছে বলে উঠে এসেছে এই গবেষণায়। এখনই জেনে নিন।
কলকাতা: সারা বিশ্বের মানুষের রোজকার জীবনের অঙ্গ হয়ে উঠেছে প্রসাধনী সামগ্রী। তবে স্বাস্থ্যের উপর প্রসাধনী সামগ্রীর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগের উদ্রেক হচ্ছে। ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ (এনআইএইচ)-এর সাম্প্রতিক গবেষণা সেই উদ্বেগই যেন আরও বাড়িয়ে দিল।
রাসায়নিক স্ট্রেটনার এবং পার্মানেন্ট হেয়ার ডাইয়ের কারণে স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ছে বলে উঠে এসেছে এই গবেষণায়। ফলে এই সংক্রান্ত বিষয়ে সচেতনতার প্রয়োজনীয়তা আরও জোরালো হয়ে উঠল। ইন্টারন্যাশনাল জার্নাল অফ ক্যানসার-এ প্রকাশিত হয়েছে এই গবেষণা। এর জন্য প্রায় ৪৬৭০৯ জন মহিলার কাছ থেকে তথ্য সংগ্রহ করে পরীক্ষানিরীক্ষা চালানো হয়েছিল।
আসলে এই মহিলারা এক দীর্ঘমেয়াদি গবেষণার অংশ ছিলেন। পারিবারিক ইতিহাস থাকা মহিলাদের স্তন ক্যানসারের ঝুঁকি বেশি কি না, সেই বিষয়ে পরীক্ষা করা হয়েছিল। তাতে যা ফলাফল বেরিয়েছে, সেটা খুবই উদ্বেগজনক।
advertisement
advertisement
আরও পড়ুন: বয়স ৫০ হতে চলা অক্ষয়ের আজও সংসার করা হল না, কাপুর পরিবারের মেয়ের সঙ্গে গভীর প্রেম, বিয়েও ঠিক! কিন্তু…
গবেষণা থেকে জানা গিয়েছে যে, যেসব মহিলারা পার্মানেন্ট হেয়ার ডাই ব্যবহার করেছেন, তাঁদের অন্যদের তুলনায় স্তন ক্যানসারের ঝুঁকি ৯ শতাংশ বেশি। ব্যবহারের হারের তুলনা করলে দেখা যাবে আমেরিকান মহিলাদের তুলনায় বেশি অর্থাৎ প্রায় ৬০ শতাংশ বেশি ঝুঁকির মুখে রয়েছেন আফ্রিকান আমেরিকান মহিলারা।
advertisement
অন্তত পাঁচ থেকে আট সপ্তাহ ধরে যাঁরা রাসায়নিক হেয়ার স্ট্রেটনার ব্যবহার করেছেন, তাঁদের স্তন ক্যানসারের ঝুঁকি ৩০ শতাংশ বেশি হয়ে গিয়েছিল। আসলে কিছু প্রসাধনী সামগ্রীতে বিপজ্জনক রাসায়নিক থাকে। যার জেরে গুরুতর স্বাস্থ্যজনিত সমস্যা হতে পারে। এর পাশাপাশি হেয়ার প্রোডাক্টের বিপজ্জনক উপাদানকে দুটি মূল ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এই স্টাডিতে।
এন্ডোক্রিন-ডিসরাপ্টিং কমপাউন্ডস (ইডিসি):
advertisement
এই ধরনের ড্রাগস দেহের হরমোনের অনুকরণ করে দেহের হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয়। যার জেরে ক্যানসার এবং জননতন্ত্র সংক্রান্ত রোগ হতে পারে।
কার্সিনোজেন:
এই উপাদানগুলি ডিএনএ ক্ষতিগ্রস্ত করে অথবা কোষের কার্যকারিতায় হস্তক্ষেপ করে ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। হেয়ার প্রোডাক্টে প্রাপ্ত উপাদানের ক্ষেত্রে আইন আরও জোরদার করতে হবে। সেই সঙ্গে গ্রাহকদের মধ্যে সচেতনতা তৈরি করাও জরুরি।
advertisement
যদিও হেয়ার প্রোডাক্ট তো বিপদ বাড়াচ্ছেই, তবে স্তন ক্যানসারের আরও নানা কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হল বয়স, জিনগত উপাদান বা জেনেটিক্স, হরমোনাল ফ্যাক্টর, লাইফস্টাইল বা জীবনযাত্রা এবং পরিবেশগত বিষয়।
বয়স:
বয়স হলে মহিলারা ঝুঁকির মুখে পড়ছেন।
জেনেটিক্স:
রোগের পারিবারিক ইতিহাস থাকলে এর আশঙ্কা অনেকাংশে বেড়ে যায়।
হরমোনাল ফ্যাক্টর:
হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, লেট মেনোপজ অথবা আর্লি মেনস্ট্রুয়েশনের মতো হরমোনাল ফ্যাক্টরও এর জন্য দায়ী।
advertisement
জীবনযাত্রাজনিত সিদ্ধান্ত:
ধূমপান, মদ্যপান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শারীরিক কসরত না করতে চাওয়ার জেরেও স্তন ক্যানসার হতে পারে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 06, 2025 8:20 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Hair Dye and Cancer Risk: হেয়ার স্ট্রেটনিং-চুলে রং করলে কি ক্যানসার হয়? গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! এখনই জানুন