চুলে কীভাবে ব্লো ড্রাই করেন? মারাত্মক ক্ষতির আগে সঠিক পদ্ধতি জানুন

Last Updated:

চুলের ধরন অনুযায়ী কীভাবে হেয়ার ড্রায়ারের ব্যবহার পাল্টে ফেলতে হয়, দেখে নেওয়া যাক সেটাই।

চুলে কীভাবে ব্লো ড্রাই করেন?
চুলে কীভাবে ব্লো ড্রাই করেন?
#কলকাতা: স্নান সেরে বেডরুমের বড় আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুলে ব্লো ড্রাই। অনেকেরই এমন অভ্যাস আছে। সত্যি বলতে কি তাড়াতাড়ি চুল শুকোতে, হেয়ার ড্রায়ারের জুড়ি নেই। চুলকে বাউন্সি করতেও এর ধারে কাছে কেউ আসে না। কিন্তু সব ধরনের চুলে একই ভাবে হেয়ার ড্রায়ার ব্যবহার করা যায় কি? মোটেই নয়। চুলের ধরন অনুযায়ী কীভাবে হেয়ার ড্রায়ারের ব্যবহার পাল্টে ফেলতে হয়, দেখে নেওয়া যাক সেটাই।
ঘন চুলে: চুল আগে প্রাইমিং না করে কখনওই স্টাইল করা উচিত নয়। চুল মসৃণ ও প্রাইম করতে এবং তাপ ও আর্দ্রতা থেকে রক্ষা করতে ব্লো ড্রাই লোশন ব্যবহার করতে হবে। এতে ব্লো ড্রাই করা সহজ তো হবেই, চুলের স্টাইলও দীর্ঘক্ষণ বজায় থাকবে। চুল ঘন হলে উপরের অংশে ব্লো ড্রাই করতে হয়। এতে সময় বাঁচবে। মাথার উপরে ঘোড়ার নালের আকার অনুযায়ী হেয়ার ড্রায়ারকে ঘোরাতে হয়।
advertisement
advertisement
পাতলা চুলে: পাতলা চুলের ওজন কম। কিন্তু ফোলা দেখায়। তাই আর্দ্রতা আটকানোর ব্যবস্থা করতে হবে। মসৃণ এবং দীর্ঘস্থায়ী ফিনিশের জন্য ভেজা অবস্থায় চুলে লিভ ইন কন্ডিশনার ব্যবহার করা যায়। আর ব্লো ড্রাইংয়ের পর সিরাম ব্যবহার করা আবশ্যিক। এছাড়া পাতলা চুলে ভলিউমাইজিং পণ্য ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। চুলের গোড়ায় লাগাতে হয় ঘন ক্রিম। আর হেয়ার ড্রায়ার ব্যবহার করতে হয় চুলের গোড়া থেকে। নিখুঁত ব্লো ড্রাই করতে চাইলে শুধুমাত্র হিটেড রোলার ব্যবহার করা উচিৎ। চুল কিছুটা শুকিয়ে নেওয়ার পর ভলিউমাইজিং স্প্রে ব্যবহার করে রোলার ঢুকিয়ে দিতে হবে।
advertisement
কোঁচকানো চুলে: ডিফিউজার ব্যবহার করার সময়, কোঁকড়া চুল ব্লো ড্রাই করা সোজা চুল ব্লো ড্রাই করার মতোই সহজ। তোয়ালে দিয়ে শুকনো চুল উল্টে ব্লো-ড্রাই ক্রিম লাগিয়ে মাঝারি হিটে ডিফিউজারে আলতো স্ক্র্যাঞ্চ করতে হবে। এটা ঘন বা এলোমেলো চুলকে প্রাকৃতিক ভলিউম পেতে এবং আরও সমানভাবে শুকাতে সাহায্য করে। কোঁকড়া চুলকে আরও বাউন্সি এবং স্বাস্থ্যকর চেহারা দিতে কার্ল বাম ব্যবহার করা যায়। এরপর চুলের সামনের অংশে ব্লো ড্রাই শুরু করতে হবে।
advertisement
লম্বা চুলে: লম্বা চুলে বৃত্তাকারভাবে ব্লো ড্রাই ব্যবহার করতে হয়। তবে এক জায়গায় নয়, যাতে চুলের সর্বত্র সমানভাবে ড্রায়ার পৌঁছয় সেটাও খেয়াল রাখতে হবে। ব্লো ড্রাই করার পর আলতো খোঁপা করে রাখতে বলেন বিশেষজ্ঞরা। এটা চুলের স্বাস্থ্যের জন্য ভাল।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
চুলে কীভাবে ব্লো ড্রাই করেন? মারাত্মক ক্ষতির আগে সঠিক পদ্ধতি জানুন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement