Hair Care: পুজোয় লম্বা চুল চাই? এখন থেকেই মাখতে শুরু করুন এই জিনিসগুলি
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Hair Care: এই হেয়ার প্যাক গুলোতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট স্ক্যাল্পে রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে
উত্তর দিনাজপুর: লম্বা চুল কমবেশি সকলেই পছন্দ করেন। তবে লম্বা চুল শুধু করলে হবে না, মনে রাখতে হবে চুল শুধু লম্বা হওয়াই যথেষ্ট নয়, হতে হবে সুস্থ।বিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহ রায় জানান, ‘‘পুজোর আগে ঘন লম্বা সুস্থ চুল পেতে সকলেই চায়। দিন দিন বহু রাসায়নিকযুক্ত সাবান, শ্যাম্পু ব্যবহারে ও অতিরিক্ত দূষণে চুল নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে সপ্তাহে একদিন চুলে কিছু ঘরোয়া প্যাক লাগালে চুল ভাল থাকে।’’
সঙ্গীতার টিপস, নারকেল তেলের সঙ্গেই লেবুর রস, আধকাপ দই এবং একটি আস্ত ডিমের সাদা অংশ মিশিয়ে নিন।মিশ্রণটি আঙুলের সাহায্যে পুরো চুলের গোড়ায় লাগান।এরপর হালকা গরম জলে চুল ধুয়ে শ্যাম্পু করে ফেলুন।
advertisement
রয়েছে আরও একটি রূপটান। সঙ্গীতার কথায়, লম্বা ঘন চুল পেতে ডিমের সাদা অংশ, পাকা কলা ও কমলার রস মিশিয়ে সপ্তাহে একদিন করে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভাল করে লাগালে চুল সতেজ ও সুন্দর থাকে।এছাড়াও চুল ভাল রাখতে প্রতিদিন গরম তোয়ালে দিয়ে চুল মুড়ে ১৫ মিনিট রেখে এর পর চুলে শ্যাম্পু করে নিন। এই হেয়ার প্যাক গুলোতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট স্ক্যাল্পে রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে। ফলে চুল দ্রুত বাড়ে।চুলের দ্রুত বৃদ্ধির জন্য নিয়মিত চুলের গোড়ায় ম্যাসাজ করুন ।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 11, 2023 1:26 PM IST