Summer Hair Care Tips: ডায়েটে রাখতেই হবে এই ৮ উপকরণ! গরমেও দূর চুলের সব সমস্যা! ঝলমল করবে চুলের রাশি

Last Updated:

Summer Hair Care Tips: চুলের যত্ন নিতে ৮ উপকরণ রাখতেই হবে ডায়েটে৷ ভিটামিন এ আমাদের চুল আর্দ্র রাখে৷ সাহায্য করে চুল বাড়তে বা লম্বা হতেও৷

ভিটামিন এ আমাদের চুল আর্দ্র রাখে৷ সাহায্য করে চুল বাড়তে বা লম্বা হতেও
ভিটামিন এ আমাদের চুল আর্দ্র রাখে৷ সাহায্য করে চুল বাড়তে বা লম্বা হতেও
যতই গরম পড়ুক, উপযুক্ত ডায়েট এবং যত্নে চুল ভাল থাকে৷ এই দু’টির একটিও যদি ব্যাহত হয়, তাহলে চুলেরও দফারফা৷ পুষ্টিবিদ লভনীত বাত্রা তাঁর ইনস্টাগ্রামে টিপস দিয়েছেন কীভাবে চুলের যত্ন নিতে ৮ উপকরণ রাখতেই হবে ডায়েটে৷ ভিটামিন এ আমাদের চুল আর্দ্র রাখে৷ সাহায্য করে চুল বাড়তে বা লম্বা হতেও৷ গাজর, রাঙা আলু, কুমড়ো, টম্যাটোর মতো ভিটামিন এ সমৃদ্ধ খাবার রাখুন ডায়েটে৷ অক্সিজেন ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টিকর জিনিস স্ক্যাল্পে পৌঁছে দেয় ভিটামিন বি৷ গোটা দানাশস্য, কলা, ডালের মতো খাবারে প্রচুর ভিটামিন বি আছে৷
কোলাজেন তৈরি করে চুলের উপর বয়সের ছাপ পড়তে দেয় না ভিটামিন সি৷ লেবুজাতীয় ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়৷ অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে নতুন চুল জন্মাতে সাহায্য করে ভিটামিন ই৷ আমন্ড, পালংশাক, কুমড়োতে প্রচুর ভিটামিন ই আছে৷ চুল পড়ে যাওয়ার অন্যতম কারণ শরীরে আয়রনের ঘাটতি৷ ডায়েটে রাখতেই হবে বিনস, মটরশুটি, ডালের মতো আয়রনে ভরপুর খাবার৷ খুসকির সমস্যা কমিয়ে নতুন চুল জন্মাতে সাহায্য করে জিঙ্ক৷ যে সব খাবারে জিঙ্ক প্রচুর পরিমাণে থাকে সেগুলির মধ্যে ডাল, বাদাম ও দানাশস্য অন্যতম৷
advertisement
আরও পড়ুন : কোলেস্টেরল কমিয়ে হৃদরোগ এড়াতে চান? ডায়েটে নিয়মিত রাখুন এই ঘরোয়া খাবারগুলি
ডায়েটে রাখুন প্রচুর পরিমাণ প্রোটিন৷ ডাল, দুগ্ধজাত খাবার, ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন আছে৷ বায়োটিন সাহায্য করে চুলের কেরাটিনকে ধরে রাখতে৷ কমিয়ে দেয় খুসকি সংক্রান্ত সমস্যাও৷ ডিমের কুসুম, রাঙা আলু ও মাশরুমে প্রচুর বায়োটিন আছে৷ পুষ্টির খামতির পাশাপাশি হরমোনাল চেঞ্জ, জিনগত সমস্যা, স্ট্রেস এবং অন্যান্য জটিল অসুখও চুলের সমস্যার জন্য দায়ী বলে মন্তব্য লভনীতের৷ সেক্ষেত্রে তাঁর পরামর্শ, সমস্যার গোড়ায় গিয়ে তার চিকিৎসা করানো৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Summer Hair Care Tips: ডায়েটে রাখতেই হবে এই ৮ উপকরণ! গরমেও দূর চুলের সব সমস্যা! ঝলমল করবে চুলের রাশি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement