Hair Care: পুজোর আগে ঘরোয়া টোটকায় Hair Spa! চুল হবে চকচকে এবং সিল্কি

Last Updated:

Hair Care: পুজো আসতে আর মাত্র কয়েকটা দিন দেরি। পুজোর কেনাকাটাও শেষ। ষষ্ঠী থেকে দশমীর পোশাক ও সাজের সঙ্গে চুলের সাজটাই কিন্তু প্রয়োজনীয়।

পুজোর আগে ঘরোয়া টোটকায় Hair Spa!
পুজোর আগে ঘরোয়া টোটকায় Hair Spa!
পুজো আসতে আর মাত্র কয়েকটা দিন দেরি। পুজোর কেনাকাটাও শেষ। ষষ্ঠী থেকে দশমীর পোশাক ও সাজের সঙ্গে চুলের সাজটাই কিন্তু প্রয়োজনীয়। তার আগে দরকার চুলের যত্ন। না হলে পুজোর দিন সব কেমন যেন মানাবে না।
তাই পুজোর আগে থেকেই শুরু করুন চুলের যত্ন নেওয়া। পুজো যে সময়টায় হয় তখন চুল খুব ওঠে। তাই এই সময়টায় চুলের জন্য ওজন ট্রিটমেন্ট খুব প্রয়োজন। তার জন্য অবশ্যি পুজোর অন্ত্যত ১৫ দিন আগে পার্লারে গিয়ে করিয়ে আসুন ওজন ট্রিটমেন্ট। এছাড়া বাড়িতেও নিয়মিত করুন চর্চা। তার মধ্যে সবচেয়ে জরুরি প্রতিদিন চুলে শ্যাম্পু করা। তাহলে চুলের গোড়ায় ঘাম জমতে পারবে না। আপনার চুল এমনিই ঝলমল করবে। পুজোর সাত দিন আগে স্পা করান।
advertisement
advertisement
বাড়িতেও হেয়ার স্পা করতে পারেন। নারকেল তেল গরম করে ভাল করে মাথায় ম্যাসাজ করে শ্যাম্পু করে নিন এতেও চুল মসৃণ হবে। এছাড়া চুলে নারকেল তেল লাগিয়ে কিছুক্ষণ রাখুন। এরপর পাকা কলা, দি, মধু ও ভিনিগার ভাল করে মিশিয়ে প্যাক বানিয়ে চুলে লাগিয়ে কম করে এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। চুল বাড়িতেই ঝলমলে হবে। এছাড়াও পুজোর আগে সাত দিন নিয়মিত রাতে চুলের গোড়ায় তেল ম্যাসাজ করুন।
advertisement
সকালে শ্যাম্পু করে বাইরে বেড়োন। এছাড়াও ডিম ও দই মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন তারপর শ্যাম্পু করুন। সপ্তাহে তিন দিন এভাবে চুলের যত্ন নিন। চুল সতেজ হবে। এবার পুজোর সময় যেমন খুশি চুলের স্টাইল করুন। তবে চুল ছেড়ে প্যান্ডেলে ঘুরুন। কিন্তু বাড়ি ফিরে অবশ্যই শ্যাম্পু করে নিন। চুলে কোনওভাবেই ময়লা জমতে দেওয়া যাবে না।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Hair Care: পুজোর আগে ঘরোয়া টোটকায় Hair Spa! চুল হবে চকচকে এবং সিল্কি
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement