Governor: শুক্রবার মুর্শিদাবাদ যাচ্ছেন না রাজ্যপাল, রাতেই হঠাৎ পাল্টে গেল সফরসূচি
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Governor: আগামিকাল মুর্শিদাবাদ যাচ্ছেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাতারাতি বদলে গেল রাজ্যপালের সফরসূচি। রাজভবন সূত্রে খবর, মুর্শিদাবাদ নয়, প্রথমে মালদহ যাবেন রাজ্যপাল। তারপর বৈষ্ণবনগর যাবেন রাজ্যপাল। মুর্শিদাবাদ আদৌ তিনি যাবেন কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলেই এখনও পর্যন্ত জানা যাচ্ছে।
কলকাতা: আগামিকাল মুর্শিদাবাদ যাচ্ছেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাতারাতি বদলে গেল রাজ্যপালের সফরসূচি। রাজভবন সূত্রে খবর, মুর্শিদাবাদ নয়, প্রথমে মালদহ যাবেন রাজ্যপাল। তারপর বৈষ্ণবনগর যাবেন রাজ্যপাল। মুর্শিদাবাদ আদৌ তিনি যাবেন কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলেই এখনও পর্যন্ত জানা যাচ্ছে।
সূত্রের খবর, শিয়ালদহ থেকে শুক্রবার সকাল ৯ টার ট্রেনে মালদহ টাউন স্টেশন নামবেন সিভি আনন্দ বোস। তারপর সড়কপথে বৈষ্ণবনগর যাবেন রাজ্যপাল। বৈষ্ণবনগরে ঘরছাড়া বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করার পরই সিদ্ধান্ত নেবেন মুর্শিদাবাদ যাওয়ার ব্যাপারে।
advertisement
advertisement
যদিও এর আগে বৃহস্পতিবার দুপরেই জানা যায়, মুর্শিদাবাদ পরিস্থিতি সরেজমিনে দেখতে যাচ্ছেন রাজ্যপাল। তার আগেই বর্তমান পরিস্থিতিতে কাউকে মুর্শিদাবাদ না যাওয়ার আবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কার্যত সেই আবেদন অগ্রাহ্য করেই মুর্শিদাবাদে যাওয়ার সিদ্ধান্তে অটল ছিলেন সিভি আনন্দ বোস।
advertisement
রাজ্যপাল বলেন, “এখন সবটা নিয়ন্ত্রণে। আমি খুশি। মুখ্যমন্ত্রী অনুরোধ করলেও আমি যাব সেখানকার পরিস্থিতি নিজের চোখে দেখতে।” সিভি আনন্দ বোস মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির প্রসঙ্গে বলেন, “ওখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজভবন রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের সঙ্গে মিলে কাজ করবে।” তবে শেষমেশ আপাতত শুক্র সকালেই মুর্শিদাবাদ যাওয়ার সিদ্ধান্তে রাতেই রাশ টানলেন রাজ্যপাল।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 17, 2025 9:08 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Governor: শুক্রবার মুর্শিদাবাদ যাচ্ছেন না রাজ্যপাল, রাতেই হঠাৎ পাল্টে গেল সফরসূচি










