গিফট র‍্যাপে ভালোবাসা, দীপাবলির উপহার

Last Updated:

ঠিক কী দিলে প্রিয় মানুষের মন জয় করবেন? নো টেনশন৷ চট করে জেনে নিন, দীপাবলির গিফট লিস্ট!

#কলকাতা: উৎসবের এই মরসুমে মনের মানুষটিকে বিশেষ একটি উপহার দিয়ে তার সঙ্গে 'স্পেশাল' সময় কাটাতে কে না চায়৷  আর সামনেই যখন দীপাবলি তখন ভাবনা চিন্তাটা এখন থেকে শুরু করে নেওয়াই ভালো ৷ দীপাবলিতে উপহার বিনিময় আমরা প্রতি বছরেই করে আসছি ৷ এবার কি গতানুগতিক  চকলেট , জামাকাপড়  উপহার দেওয়ার থেকে আলাদা কিছু করার কথা ভাবছেন! দীপাবলির রোশনাইয়ের মতো রোজকার স্ট্রেসফুল জীবনে স্পার্ক আনতে গিফট থেকে ভালো আর কি আছে৷ কিন্তু ঠিক কী দিলে প্রিয় মানুষের মন জয় করবেন? নো টেনশন৷ চট করে জেনে নিন, দীপাবলির গিফ্ট লিস্ট!
ঘরকন্যার জিনিস
আপনার গৃহিনী যদি ঘর সাজাতে ভালোবাসে তাহলে পোড়ামাটির বা বাঁশের  আসবাবপত্রের থেকে ভালো উপহার আর কি হতে পারে ৷ কিংবা কিনতে পারেন সুন্দর ওয়াল হ্যাঙ্গিং৷ ইচ্ছে করলে কিনতে পারেন ডিজাইনার দেওয়াল ঘড়িও৷ আজকাল নানা রঙের দেওয়াল ঘড়ি বেশ ইন থিং৷
advertisement
নিজেদের সবচেয়ে প্রিয় ফোটোগ্রাফ, বন্দি করুন ডিজাইনার ফোটোফ্রেমে৷ আর দীপাবলির মুহূর্তে উপহার দিন প্রিয় মানুষকে৷
advertisement
প্রদীপ
দীপাবলী মানেই তো প্রদীপ ৷ এই সময় বিভিন্ন ধরনের, রঙের প্রদীপ বাজারে পাওয়া যায় ৷ প্রদীপ শুধু  আপনার বাড়ির সৌন্দর্যই বাড়াবে না বরং একই সঙ্গে  উৎসবের মেজাজ দ্বিগুন করে তুলবে৷ তবে এবারটা না হয়, সাধারণ প্রদীপকে দূরেই রাখুন, ঘরে আনুন ফ্লোটিং লাইট৷ কাচের বাটিতে জলের মধ্যে কিছু পরিমাণ গোলাপ পাপড়ি ফেলে, তাতেই ভাসিয়ে দিতে পারেন সেই ফ্লোটিং লাইট৷ এই ভাবেই না হয় প্রিয় মানুষকে আলোর শুভেচ্ছা জানান৷ ইচ্ছে করলে সুগন্ধী মোমবাতিও রাখতে পারেন উপহারের তালিকায়৷
advertisement
গ্যাজেটস
এখন নারী পুরুষ নির্বিশেষে সবাই গ্যাজেট প্রেমী ৷ যদি আপনার মনের মানুষটি দীর্ঘ সময়ের জন্য নজর রেখেছে  কোন একটি  গ্যাজেট , তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি কিনে ফেলুন সেটি ৷  এছাড়া ঘড়ির সেট , ট্যাব বা ফোন ও দিতে পারেন ৷ লিস্টে রাখতে পারেন পাওয়ার ব্যাংক, ডিজিটাল ডায়েরিও৷
advertisement
আর দেরি না করে আজই আপনার মনের মানুষটির পছন্দ মতো উপহারটি অর্ডার দিয়ে দিন ৷ শুধু মনে রাখবেন  উপহারের সঙ্গে যুক্ত যেন মিশে যায় ভালোবাসাও ৷ কারণ ভালোবাসা জড়ানো সব উপহারই সবচেয়ে দামী৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
গিফট র‍্যাপে ভালোবাসা, দীপাবলির উপহার
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement