Garlic Chop: শীতে খান রসুনের চপ! শরীরের উপকার হবে! জানুন কীভাবে বানাবেন

Last Updated:

Garlic Chop: চটপট ঘরেই বানিয়ে ফেলতে পারেন এই রসুনের চপ! জানুন

+
title=

উত্তর দিনাজপুর: আলুর চপ, বেগুনের চপ কিংবা পেঁয়াজের চপ নয় শীত আসতেই চাহিদা বেড়ে যায় ও রসুনের চপের। মাত্র পাঁচ টাকার এই রসুনের চপ খেতে সন্ধ্যা হতেই ভিড় আশ্বিনী দার দোকানে। কনকনে শীত যদিও এখনো পড়েনি কিন্তু তবুও শরীরকে গরম রাখতে রসুনের কোন বিকল্প নেই । তাই সন্ধ্যা হলেই কালিয়াগঞ্জ এর বিবেকানন্দ মোড়ের আশ্বিনী রায়ের মুচমুচে রসুনের তেলেভাজার চাহিদা তুঙ্গে।
তেলেভাজা বিক্রেতা অশ্বিনী রায় জানান, সারা বছর তেমন রসুনের চপ বিক্রি না হলেও ঠান্ডাতে এই রসুনের চপের ভীষণ চাহিদা থাকে। শীতকালে সর্দি-কাশি ,গলা ব্যথা, জ্বর সমস্ত রোগ ব্যাধির হাত থেকে রক্ষা পেতে রসুন খাওয়ার পরামর্শ দেন ডাক্তার। যদিও কাঁচা রসুন অনেকেই খেতে পছন্দ করেন না। তবে সেই রসুন সিদ্ধ করে তার চপ বানিয়ে বিক্রি করলে বেড়ে যায় সেই রসুনের চপের চাহিদা।এই রসুনের চপ বানাতে প্রয়োজন হয় বেসন, বেকিং পাউডার, হুলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ স্বাদমত, এছাড়া আদা ও লঙ্কা বাটা, অল্প জল।
advertisement
advertisement
এই রসুনের চপ বানাতে প্রথমেই গোটা রসুন খোসা তুলে নিয়ে জলে ধুয়ে ছুঁড়ি দিয়ে রসুনের গা হালকা হাতে চিড়ে নিতে হয়। এরপর গরম জলে সেদ্ধ গোটা রসুন করে নামিয়ে অন্য পাত্রে বেসন , লবণ ,লঙ্কা গুঁড়ো ও বেকিং সোডা মিশিয়ে বানিয়ে নিন। এরপর গোটা সেদ্ধ রসুন ওই গোলাতে ডুবিয়ে তেলে ভেজে বানিয়ে নেওয়া হয় এইগরমা গরম রসুনের চপ।
advertisement
উল্লেখ্য শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রসুন। রসুন অ্যান্টিঅক্সিডেন্ট এর পাশাপাশি ভিটামিন বি ,সি, ক্যালসিয়াম ,ম্যাগনেসিয়াম, ফসফরাস ও আয়রন সমৃদ্ধ। তাই শীতকালে কাঁচা রসুন হোক কিংবা রসুনের চপ দুটোই ভীষণ উপকারী শরীরের জন্য। তাই অন্যান্য সময়ের তুলনায় শীত নামতেই রসুনের চপ বিক্রি হয় দ্বিগুণ।
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Garlic Chop: শীতে খান রসুনের চপ! শরীরের উপকার হবে! জানুন কীভাবে বানাবেন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement