Gardening Tips: বাড়ির ছোট্ট জায়গা বা কিচেন গার্ডেনে এপ্রিলে কোন কোন সবজি চাষ করবেন, ছোট্ট টিপসে ডাল ভাঙবে ফলের ভারে

Last Updated:

Gardening Tips: মার্চ, এপ্রিলে দুই মাস সবজি চাষের জন্য উপযুক্ত সময়। এই সময় ঝিঙে, বেগুন, ঢেঁড়স, শসা এ সমস্ত কিছু চাষ করা যেতে পারে।

+
সবজি

সবজি চাষ 

উত্তর দিনাজপুর: এপ্রিলে কোন কোন সবজি চাষ করবেন? এপ্রিল মাস হল বেশ কিছু সবজি চাষের জন্য আদর্শ মাস। সবজি হোক বা ভেষজ আপনি সহজেই এই মাসে আপনার বাড়ির উঠোনে লাগাতে পারেন। কৃষিবিদ রাধিকা রঞ্জন দেবভূতি জানান, মার্চ, এপ্রিলে দুই মাস সবজি চাষের জন্য উপযুক্ত সময়। এই সময় ঝিঙে, বেগুন, ঢেঁড়স, শসা এ সমস্ত কিছু চাষ করা যেতে পারে। এই সবজিগুলি এই সময় চাষ করলে চার থেকে পাঁচ মাসের মধ্যে ভাল ফলন পাওয়া যায়।
ঝিঙে: ঝিঙে চাষ করার জন্য সর্বপ্রথম প্রয়োজন হয় মাচার। বাড়ির পাশে সামান্য জমিতে মাচা তৈরি করে এই সময় ঝিঙে চাষ করতে পারেন। বাজার থেকে ঝিঙের বীজ এনে লাগিয়ে দিতে হবে। দুই থেকে তিন মাস পর আপনি ঝিঙের ভাল ফলন পেয়ে যাবেন।
আরও পড়ুনঃ পাহাড়ে ভয়ঙ্কর দুর্যোগ! এলোপাথাড়ি বৃষ্টি-শিলাবৃষ্টি-তুষারপাতে তোলপাড়, বইছে তুমুল হাওয়া, হলুদ সতর্কতা জারি…
বেগুন: এই গরমে বেগুন চাষের জন্য ভীষণ উপযুক্ত। বেগুন চাষের জন্য সূর্যালোকের প্রয়োজন হয়। তাই রোদ পড়েএমন জায়গায় বেছে নিতে হবে এই বেগুন চাষের জন্য। বীজ বপনের দুই থেকে তিন মাসের মধ্যেই আপনি বেগুন পেয়ে‌ যাবেন।
advertisement
advertisement
বরবটি: বর্তমানে বরবটি চাষ ভীষণ লাভজনক। বাড়িতে বড় কোন টবেও আপনি চাষ করতে পারেন। টবের মাটিতে বীজ লাগিয়ে দিলেই সাত থেকে আট দিন পর বীজ থেকে চারা পেয়ে যাবেন। তারপর সার দিয়ে এই বরবটির পরিচর্যা করুন। ৪৫ থেকে ৫০ দিন পরেই এই গাছ থেকে আপনি বরবটি পেয়ে যাবেন।
advertisement
তবে এই সবজিগুলো চাষ করার আগে মাথায় রাখবেন সবজিতে কোনওরকম রাসায়নিক সার ব্যবহার করবেন না। এই সবজিতে সার হিসেবে আপনি নিম জাতীয় ওষুধ নিমাটো ব্যবহার করতে পারেন। সবজিতে নিমাটো বা নিম জাতীয় ওষুধ ব্যবহার করা উচিত। কোনওরকম রাসায়নিক সার ব্যবহার করা উচিত নয়। তাই দেরি না করে এই এপ্রিলেই বাড়ির সামান্য জায়গায় চাষ করুন এই সবজিগুলো।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Gardening Tips: বাড়ির ছোট্ট জায়গা বা কিচেন গার্ডেনে এপ্রিলে কোন কোন সবজি চাষ করবেন, ছোট্ট টিপসে ডাল ভাঙবে ফলের ভারে
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement