ভাইরাস কাকলীতে আক্রান্ত সানি লিওন থেকে রণবীর সিং ! মিমের ঝড়ে কাবু করোনাও

Last Updated:

kakali furnitures: রণবীর সিং নাকি কাকলী ফার্নিচারের বিজ্ঞাপন করছেন? দেখুন কি কাণ্ড করলেন মিমাররা !

#কলকাতা: একে করোনায় মুক্তি নেই, তাতে নাকি আবার কাকলীর (kakali furnitures) উৎপাত। বোঝো কাণ্ড ! তবে কিনা কাকলী? সে আবার কি জিনিস ! নতুন ভাইরাস নাকি? লোকজনের তো মাথা খারাপ হবার জো! নেট নাগরিকরা বলছেন এই কাকলী নাকি ভাইরাসের থেকেও ভয়ঙ্কর। চটপট মাথায় ঢুকে যা উৎপাত করবে, আপনি হয় হা হা করে হাসবেন। নয়তো কেঁদে ভাসাবেন, আর বলবেন ছেড়ে দে মা কেঁদে বাঁচি।
তা কি এই কাকলী? কাকলী আসলে এক ফার্নিচারের দোকানের নাম। তাও বাংলাদেশের। তা তারা কি করেছে? একটি বিজ্ঞাপন বানিয়েছে। যেখানে দুটি বাচ্চা মেয়ে সোফার ওপর ঝাপাচ্ছে, চেয়ারে দুলছে আর মুখে বলছে 'দামে কম, মানে ভালো, কাকলী ফার্নিচার।' ব্যস আর যাবে কোথায় এই বিজ্ঞাপন মন জয় করে ফেলেছে নেট নাগরিকদের। সকাল থেকে ফেসবুক খুললেই করোনাকে হারিয়ে তরতর করে লাফাচ্ছেন কাকলী। নেট নাগরিকরাই এর নাম দিয়েছেন কাকলী ভাইরাস।
advertisement
advertisement
তবে শুধু নাম দিয়ে ছাড়েননি। বেচার রণবীর সিং থেকে মিষ্টার বিন সকলকে টেনে এনেছেন। রণবীর সিং নাকি কাকলী ফার্নিচারের বিজ্ঞাপন করছেন? আসলে মিমারদের কাজ এসব। তাঁরা রণবীরের বিজ্ঞাপনে জুড়ে দিয়েছেন কাকলীকে। ওদিকে আবার কেউ মিস্টার বিনের সঙ্গে জুড়লেন কাকলীকে।
এখানেই শেষ নেই, আবার অনেকে এমন ভিডিও বানিয়েছেন যা দেখলে আপনি হেসেখুন হবেন। করোনা কালে মানুষের জীবনমৃত্যু খবর আর আতঙ্কে ঘেরা। এই সময়ে এই কাকলী যেন ফের হাসির রোল ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। মানুষের মন কিছুটা হলেও আনন্দ ছড়িয়েছে। অনেকে বেজায় বিরক্তও হয়েছেন। তবে মিমাররা রাতারাতি কাকলীকে ফেমাস করে দিয়েছেন। এমন এমন সব ভিডিও বানিয়েছেন যা এখন শুধুই ভাইরাল।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ভাইরাস কাকলীতে আক্রান্ত সানি লিওন থেকে রণবীর সিং ! মিমের ঝড়ে কাবু করোনাও
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement