Weight Gain: রোগা থেকে মোটা হবেন মাত্র ১ মাসে! এই ম্যাজিক ড্রিঙ্কেই বাজিমাত, পরামর্শ দিচ্ছেন খোদ চিকিত্সক
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
এই পানীয় পান করলে মাত্র একমাসেই লক্ষ্য করতে পারবেন ওজনের তফাৎ। বাড়বে ওজন।
অনেকই আছেন যারা অতিরিক্ত রোগা হওয়ার কারণে মানসিক অবসাদে ভুগছেন। ডায়েট করেও ওজন বাড়াতে পারেননি। তবে এবার আর চিন্তা করবেন না। এবার এমন একটা পানীয়র কথা জানতে পারবেন যেটা পান করলে মাত্র একমাসেই লক্ষ্য করতে পারবেন ওজনের তফাৎ।তবে কি এই পানীয়? কীভাবে তৈরি করতে হবে ? কখন পান করতে হবে ? চলুন দেখে নেওয়া যাক এই সকল বিষয়ে ঠিক কি পরামর্শ দিচ্ছেন ড: মিলটন বিশ্বাস।
ড: মিলটন বিশ্বাস বলছেন, যদি এই পানীয় মাত্র ১ মাস সঠিকভাবে পান করা যায় তাহলে এক মাসের মধ্যেই ওজনের মধ্যে অনেক পার্থক্য লক্ষ্য করা যাবে । তবে ওজন বাড়ানোর ক্ষেত্রে সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে , হেলদি উপায়ে যেন ওজনটাকে বাড়ানো যায় । অকারণে অতিরিক্ত পরিমাণ ফাস্টফুড খেয়ে ওজন বাড়ানো ঠিক না ।
advertisement
আরও পড়ুন: ফ্যানের স্পিড কমিয়ে দিলে কী কমে যাবে বিদ্যুতের বিল? আদৌ বাঁচে টাকা? আসল সত্যি জানলে চমকে যাবেন
advertisement
এতে ওজন বাড়ার পাশাপাশি পেটে অনেক বেশি মেদ ও চর্বি জমে যেতে পারে । খাদ্য তালিকায় প্রোটিন ফ্যাট ও কার্বোহাইড্রেট এর পরিমাণ ব্যালেন্স করে রাখতে হবে। ড্রিংক তৈরির উপকরণ: প্রথমেই নিয়ে নিতে হবে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা ৬ পিস কাঠবাদাম , ৪ পিস কাজুবাদাম , ২ টো আখরোট , ৫ থেকে ৭ গ্রাম কিসমিস , ৬-৭ পিস মাখনা ( পদ্ম ফুলের বীজ থেকে তৈরি করা খই) , ১ টা আনজির , ২ টো খেজুর, ১ টেবিল চামচ ভাজা ওটস ।
advertisement
এরপর এই সমস্ত উপকরণগুলোকে মিক্সার মেশিনের মধ্যে নিয়ে নিতে হবে । তারপর স্বাদ বাড়ানোর জন্য একটা গোটা এলাচ দিয়ে দিতে পারেন । এরপর দিতে হবে এক কাপ পরিমাণ দুধ। এরপর মিক্সার মেশিনের সাহয্যে সমস্ত উপকরণ গ্রাইন্ড করে নেওয়ার পরে একটি গ্লাসে উপকরণটি ঢেলে নিতে হবে। এরপর তৈরি হয়ে যাওয়া পানীয় টির মধ্যে দিয়ে দিতে হবে কয়েক টুকরো কলা এবং কয়েক টুকরো আপেল। ব্যাস এভাবেই তৈরি হয়ে যাবে এই পানীয়টি।
advertisement
আরও পড়ুন: খেলোয়াড়রা খেলার সময় চ্যুইংগাম চিবোয় কেন বলুন তো? ভাবছেন শখ করে! আসল কারণ জানলে বিশ্বাসই হবে না
ওজন বাড়ানোর জন্য এবং যারা ওজন মেইনটেন করতে চাইছেন , তাদের জন্য এই পানীয় টি সবথেকে কার্যকরী এবং স্বাস্থ্যকর একটি পানীয়। এই পানীয় পান করলে ওজন তো বাড়বে, তার সঙ্গে ত্বক অনেক বেশি উজ্বল হবে। সকালে ঘুম থেকে ওঠার ৩০ মিনিট পরে এই পানীয় পান করতে হবে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 27, 2024 8:47 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weight Gain: রোগা থেকে মোটা হবেন মাত্র ১ মাসে! এই ম্যাজিক ড্রিঙ্কেই বাজিমাত, পরামর্শ দিচ্ছেন খোদ চিকিত্সক