Food Recipe: বাড়িতেই তৈরি করে নিন গোলাপ মোমো! স্বাদে অতুলনীয়, রইল সহজ রেসিপি
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Food Recipe: সাধারণ মোমো যেমন করে বানানো হয়, তার থেকে একটু অন্য ভাবে তৈরি করতে হয় এই মোমো। খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই মোমো।
শিলিগুড়ি: কলকাতা মানেই যেমন মিষ্টি দই-রসগোল্লা, তেমনই শিলিগুড়ি মানেই মোমো। শিলিগুড়িতে যত মোমোর রকমারি দোকান বা স্টল আছে, পৃথিবীর আর কোথাও আছে বলে মনে হয় না। পাহাড়েও নেই। গোটা শহর ঘুরলে অন্তত কয়েক হাজার মোমোর দোকান মিলবে যার সঠিক সংখ্যার হিসেব কোথাও নেই। কিন্তু সমস্যা হল কোন মোমো খাবেন? খুঁজতে খুঁজতে পাওয়া গেল এক নতুন মোমোর ঠিকানা। গোলাপ মোমো। আসলে এই মোমো গুলি দেখতে গোলাপের মত। শিলিগুড়ি হায়দারপারার বাসিন্দা ইন্দ্রজিৎ রাই ভিন্ন স্বাদের গোলাপ মোমো নিয়ে হাজির হয়েছে শিলিগুড়িতে।
শিলিগুড়ি শহরে হরেকরকম স্বাদের মোমো নিয়ে হয়ত খেয়েছেন । তবে এমন গোলাপ আকৃতির মোমো হয়তো এখনও কেউ খায়নি অন্তত এমনটাই দাবি দোকানের মালিকের। হায়দারপাড়ার ‘মাউন্ট এভারেস্ট ফাস্ট ফুড’ নতুন স্বাদের বিভিন্ন ধরনের মোমো নিয়ে হাজির হয়েছে খাদ্য রসিকদের জন্য। স্বাদের দিক থেকে যে কোনও রকমের কোনও খামতি হবে না সে বিষয়ে নিশ্চিৎ ইন্দ্রজিৎ। আর তাই বিভিন্ন ধরনের মোমোর স্বাদ নিতে তাঁর দোকানে হাজির হয় বহু মানুষ। ইন্দ্রজিৎ জানায়, “আমার দোকানের দু’জন নেপালি শেফ আমার দোকানের ইউএসপি। তাঁরাই মূলত আমাকে এই মোমো তৈরি করার প্রস্তাব দেন। তারপর থেকেই প্রচুর অর্ডার পাই এই গোলাপ মোমোর। আপাতত আমার অর্ডার পেলেই এই মোমো তৈরি করছি।”
advertisement
advertisement
বিট, পেঁয়াজ, বাঁধাকপি, মশলা এবং লাল রসুন লঙ্কার চাটনি দিয়ে ভরা অসাধারণ গোলাপ আকৃতির মোমো। লাল রং বিট থেকে আসে। সাধারণ মোমো যেমন করে বানানো হয়, তার থেকে একটু অন্য ভাবে তৈরি করতে হয় এই মোমো। খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন যে কেউ এমনটাই দাবি দোকানের শেফ আদিত্যর। মোমো খেতে আসা নীলাদ্রি দেব জানান, “এই গোলাপ মোমো অত্যন্ত সুস্বাদু। আমি মাঝেমধ্যেই এখানে মোমো খাই। দামটাও সাধ্যের মধ্যে।” তাই সস্তায় পেট ভরাতে এবং চটজলদি ভিন্ন স্বাদের এই গোলাপ মোমো খেতে আপনাকে একবার আসতেই হায়দারপাড়ার এই দোকানে।
advertisement
অনির্বাণ রায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 22, 2024 3:25 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Food Recipe: বাড়িতেই তৈরি করে নিন গোলাপ মোমো! স্বাদে অতুলনীয়, রইল সহজ রেসিপি
