রোদে বেরলেই ট্যান? দূর করুন মাত্র তিন উপায়ে

Last Updated:

মার্চ মাসের মাঝামাঝি। তাতেই রোদের তেজে হাসফাঁস শহরবাসীর। তবে রোদের জ্বালায় ঘরে বসে থাকার উপায় যাঁদের নেই তাঁরা সচেতন থাকুন ট্যান সম্বন্ধে।

#কলকাতা: মার্চ মাসের মাঝামাঝি। তাতেই রোদের তেজে হাসফাঁস শহরবাসীর। তবে রোদের জ্বালায় ঘরে বসে থাকার উপায় যাঁদের নেই তাঁরা সচেতন থাকুন ট্যান সম্বন্ধে। ট্যান তোলার ক্ষেত্রে বাজার চলতি ক্যামিক্যাল প্রডাক্ট ব্যাবহারের চেয়ে জোর দিতে পারেন ঘরে তৈরি বিভিন্ন প্রডাক্টের উপর। এতে সাইড এফেক্ট যেমন থাকে না, তেমনই খরচও অল্প। তা হলে আজই ঘরে বানিয়ে ফেলুন ট্যান সরিয়ে ফেলার ঘরোয়া টোটকা।
১। মধু ও পেঁপেঃ এক কাপ স্ম্যাসড পেঁপের সঙ্গে এক টেবল চামচ মধু মেশান। এরপর সেই প্যাকটি ট্যানড জোনের উপর লাগান। আধ ঘণ্টা রেখে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।
২। ইয়োগার্ট ও টম্যাটোঃ এই টোটকাকে বলে হোয়াইট অ্যান্ড রেড ম্যাজিক। ইয়োগার্ট ও টম্যাটো পাল্প মিশিয়ে ট্যানড ত্বকের উপর লাগান।
advertisement
৩। বাঁধাকপির পাতাঃ এই পদ্ধতিতে ট্যান তোলা সবচেয়ে সহজ। বাঁধাকপির পাতা ট্যান হযে যাওয়া ত্বকের উপর রাখুন। কুড়ি মিনিট রেখে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
রোদে বেরলেই ট্যান? দূর করুন মাত্র তিন উপায়ে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement