Fashion Show: কলকাতায় বসন্তের আমেজে উষ্ণতা ছড়িয়ে দিল অর্ণবের আগুনরঙা হলুদ 'আব্রু’
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Manash Basak
Last Updated:
Fashion Show:কলকাতা অর্ণবের নিজের শহর। তাই প্রায় পাঁচ বছর পর কলকাতাকে তাঁর উপহার "আব্রু"
কলকাতা : হালকা শীতে বসন্তের আমেজ নিয়ে এল অর্ণব সেনগুপ্তের 'আব্রু'। স্প্রিং-সামার কালেকশন "আব্রু" লঞ্চ করলেন ফ্যাশন ডিজাইনার অর্ণব সেনগুপ্ত। প্রায় পাঁচ বছর পর কলকাতায় শো করলেন তিনি। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অর্ণব সেনগুপ্ত পরিচিত নাম।
লন্ডন ফ্যাশন উইক, দুবাই ফ্যাশন উইক-এ একটা সময় নিজের কালেকশন নিয়ে শোরগোল ফেলেছিলেন তিনি। বেশ কয়েকটা বাংলা এবং হিন্দি ছবির কস্টিউম ডিজাইনও করেছেন তিনি। বিখ্যাত নাট্য এবং চলচ্চিত্র পরিচালক সুমন মুখোপাধ্যায়ের অনেক নাটক এবং সিনেমায় কস্টিউম ডিজাইন করেছেন তিনি। এখন একটি নামী ইউনিভার্সিটিতে ফ্যাশন নিয়ে অধ্যাপনা করেন।
আরও পড়ুন : সোনার কেল্লার শহরে সূর্যগড়ে কার হাতে সাজছেন কনে কিয়ারা? জেনে নিন বিয়েবাড়ির খবর
কলকাতা অর্ণবের নিজের শহর। তাই প্রায় পাঁচ বছর পর কলকাতাকে তাঁর উপহার "আব্রু"। ইংল্যান্ডে রেনেসাঁর সময় 'বরক মুভমেন্ট'- থেকে অনুপ্রাণিত হয়ে 'আব্রু' ডিজাইন করেছেন অর্ণব। মূলত কটনের ওপর হলুদ রঙের আধিক্য। কেন এই হলুদ? ডিজাইনারের কথায় "হলুদ হল কালার অফ সিজন এখন, তাই হলুদ নিয়ে কাজ করেছি।"
advertisement
advertisement
কলকাতা তথা ভারতের টপ মডেলরা আগুনরঙা 'আব্রু'-র জামা পরে ফ্যাশন মঞ্চে শীত-রাতে উষ্ণতা ছড়ালেন। মডেলদের মধ্যে মাধবীলতা, কুশল মেহেতা, তারিক আহমেদ-দের মত নামী মডেলরা মঞ্চ কাঁপালেন। শেষে চমক ছিল অভিনেতা এবং প্রিয়া সিনেমার মালিক অরিজিৎ দত্ত। হালকা শীতের আমেজে বসন্তের আমেজ নিয়ে এল অর্ণবের 'আব্রু'।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 06, 2023 5:48 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fashion Show: কলকাতায় বসন্তের আমেজে উষ্ণতা ছড়িয়ে দিল অর্ণবের আগুনরঙা হলুদ 'আব্রু’