দিওয়ালি ফ্যাশনের লাস্ট মিনিট টিপস দিলেন ফ্যাশন ডিজাইনার অভিষেক দত্ত

Last Updated:

দিওয়ালি ফ্যাশনের লাস্ট মিনিট টিপ নিয়ে হাজির ফ্যাশন ডিজাইনার অভিষেক দত্ত।

ARUNIMA DEY
#কলকাতা: পরিস্থিতি যাই হোক না কেন পুজোর সাজ কিন্তু মাস্ট। দুর্গা পুজোয় তেমন ঘোরা হলো না এ বার। দিওয়ালি বা দীপাবলিতে একটু এক্সট্রা আনন্দ করে ব্যাপারটা পুষিয়ে নিতে হবে তো। যে কোনও উৎসবে কিন্তু ড্রেস কোডটা মাস্ট। মানানসই ফ্যাশনেবল হতে হবে। কিন্তু কমফোর্টটা বাদ দিয়ে নয়। এই সবকিছু একা কী করে করবেন ভাবছেন? দিওয়ালি ফ্যাশনের লাস্ট মিনিট টিপ নিয়ে হাজির ফ্যাশন ডিজাইনার অভিষেক দত্ত। টিপসগুলো পড়ে নিয়ে ওয়ার্ডবটা ঘেঁটে দেখুন, এর মধ্যে একটা না একটা আউটফিট আপনার আছে।
advertisement
অভিষেকের কথায়, 'এই বছর দীপাবলি অন্যান্য বছরের থেকে অনেকটাই আলাদা। মানুষ তেমন বেরোচ্ছেন না। বাজিও পোড়ানো বন্ধ। মূলত বাড়িতে ছোট গেট টুগেদার বা কোনও নেমন্তন্ন যদি থাকে। তাই সাজটা কমফোর্ট অনুযায়ী হওয়া উচিত। সকলের মনটাই বেশ খারাপ তাই এ বার মুড ভাল করতে উজ্জ্বল রং পরুন। লাল, মেরুন, ক্যানন ইয়ালো, এমব্রেল গ্রিন। এই রং গুলো খুব ইন।'
advertisement
advertisement
এই সময়টা খুব ফ্লোইং গার্মেন্টস ইন ট্রেন্ড। কুর্তা, শাড়ি এই ধরনের পোশাক পরতে পারেন। অভিষেকের আবেদন, 'এই দিওয়ালিতে লোকাল মানে স্থানীয় জিনিস পরুন। তাতে তাঁতি বা স্থানীয় কারিগরদের আয় বাড়বে কিছুটা, যা কোভিড পরিস্থিতিতে খুব জরুরি। বাংলার হ্যান্ডলুম, বাংলার হাতের কাজ এ গুলো পরুন। লোকাল ব্র্যান্ড, লোকাল ডিজাইনারদের কাছ থেকে পোশাক কিনুন। বিদেশি ব্র্যান্ড এইবছর বর্জন করাই ভাল।'
advertisement
লেহেঙ্গা স্কার্ট এই বছর খুব চলছে। শর্ট কিংবা লং কুর্তা বা আনারকলির সঙ্গে পরতে পারেন। এই দিওয়ালিতে শাড়ি পরুন। তবে ফ্যাশন কোশ্যান্ট বাড়িয়ে দেওয়ার জন্য একটু অন্য রকম ব্লাউজ পরুন। বেল স্লিভস ব্লাউজ এ বার খুব চলছে। ফুল স্লিভ কিংবা কাট আওয়ে স্লিভস পরুন, দারুণ দেখাবে। আর ব্যাকলেস কিংবা ডিপনেক ক্যারি করতে পারলে সবসময়ই পরতে পারেন। ম্যাচিং এর চেয়ে কন্ট্রাস্ট ব্লাউজ এখন বেশি ইন। আর এই বছর শাড়ির ক্ষেত্রে ঘন এম্ব্রয়েডারির দিকে না গিয়ে প্রিন্টেড পরুন। আর অবশ্যই ম্যাচিং মাস্ক ক্যারি করুন।
advertisement
সারারা, গারারা, প্যালাজো ওয়াইড লেগড প্যান্ট পরতে পারেন। শাড়ি যাঁরা ক্যারি করতে পারেন না, তাঁদের জন্য ভাল অপশন। এর সঙ্গে ব্লাউজ, দুপাট্টা টিম আপ করতে পারেন। কিংবা কুর্তা পরুন।
অভিষেক বললেন, 'ছেলেদের ক্ষেত্রে নেহেরু জ্যাকেট বা বান্ডি, টিমড আপ উইথ ড্রেপিং স্টাইল কুর্তা, এই বছরে স্টেমেন্ট বলা চলে। বা শর্ট বন্ধ গলা পরতে পারেন। দিয়ালিতে ধুতি-কুর্তার চেয়ে বন্ধ গলা, নেহেরু জ্যাকেট সঙ্গে চুড়িদার বেশি ভাল লাগে।'
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
দিওয়ালি ফ্যাশনের লাস্ট মিনিট টিপস দিলেন ফ্যাশন ডিজাইনার অভিষেক দত্ত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement