৬ কোটিতে মায়ের সাজ, সোনার শাড়িতে দুর্গাকে সাজাবেন অগ্নিমিত্রা

Last Updated:

৬ কোটিতে মায়ের সাজ, সোনার শাড়িতে দুর্গাকে সাজাবেন অগ্নিমিত্রা

#কলকাতা: মিঠুন থেকে এষা দেওল, ঋতুপর্ণা থেকে কোয়েল, এতদিন ধরে সফলভাবে সামলে এসেছেন বলিউড থেকে টলিউড সেলিব্রিটিদের ওয়ার্ডড্রোবের ভার ৷ তবে ডিজাইনার অগ্নিমিত্রা পলের এবারের ক্লায়েন্ট একেবারে অন্যদের থেকে আলাদা ৷  পুজোয় এবার খোদ দেবী দুর্গার জন্য পোশাক ডিজাইন করছেন অগ্নিমিত্রা ৷
মা দুর্গা ও তাঁর পরিবারের পোশাক ডিজাইনের প্রস্তাব পেয়ে সম্মতি জানাতে এক মুহূর্তও ভাবেননি এই সেলিব্রিটি ডিজাইনার ৷  পুজোয় মাকে সাজানোর দায়িত্ব পাওয়াটা, তাঁর কাছে সরাসরি মা দুর্গার আর্শীবাদ ৷​
সাজ যখন দেবী দুর্গার, তখন তাঁর পোশাকটিও হতে হবে আরও অভিনব ৷ প্রায় ২৭ কেজি সোনা দিয়ে উমার জন্য একটি শাড়ি তৈরি করছেন তিনি ৷ যা এবারের পুজোয় ‘টক অফ দ্য টাউন ৷’
advertisement
advertisement
সোনার সুতো নয়, শাড়িটিই সম্পূর্ণ সোনা দিয়ে দিয়ে তৈরি ৷ গোলাপী জারদৌসী বর্ডারে সাজানো শাড়ির জমিতে সোনার উপর ছিলাকাটা ও মিনাকারি নক্সায় ফুটে উঠেছে ময়ূর ও ফুলকারি নক্সা ৷ প্রায় ৬ কোটি টাকা মূল্যের এই ডিজাইনার শাড়িতেই সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা প্রতিমা ৷ ৮২তম বর্ষে এই পুজো উদ্যোক্তাদের চমক মায়ের সোনার ডিজাইনার শাড়ি ৷
advertisement
Agnimitra Paul Agnimitra Paul
Photo taken by Aryama Das
তবে শুধু মায়ের নয়, দেবী দুর্গার পুরো পরিবারের জন্যই পোশাক তৈরি করছেন অগ্নিমিত্রা ৷ প্রতিমা শিল্পী মিন্টু পালের সাহায্যে রীতিমতো ঝুল, মুহুরি, কোমরের মাপ অনুযায়ী চলছে ডিজাইনিংয়ের কাজ ৷ মায়ের সোনার শাড়ির উজ্জ্বলতার সঙ্গে সামঞ্জস্য রেখে লক্ষী, সরস্বতী, কার্তিক, গণেশ ও অসুরের জন্যে পুজোর পোশাক বাছাই করেছেন এই জনপ্রিয় ডিজাইনার ৷
advertisement
দেবী দুর্গার মতো তাঁর ছেলে মেয়েদের পোশাকেও রয়েছে অভিনবত্ব ৷ গোটা দুর্গা পরিবারের পোশাকে রয়েছে সর্বভারতীয় রুচির ছোঁয়া ৷ ভারতের বিভিন্ন অঞ্চলের নিজস্ব স্টাইলের পোশাককে তুলে এনেছেন দুর্গা পরিবারের ওয়ার্ডড্রোবে ৷
সন্তোষ মিত্র স্কোয়ারে অগ্নিমিত্রা পল সন্তোষ মিত্র স্কোয়ারে অগ্নিমিত্রা পল
দেবী সরস্বতীর জন্য অগ্নিমিত্রা বেছে নিয়েছেন সবুজ কাঞ্জিভরম, অন্যদিকে ধনদেবী লক্ষীকে সাজিয়েছেন ম্যাজেন্টা ঢাকাই শাড়িতে ৷ মেয়েদের হার্টথ্রব কার্তিকের জন্য আবার ডিজাইনারের পছন্দ নীল রঙের কাঁথাস্টিচের কাজ করা ধুতি ৷ লাল রঙের বালুচরী ধুতিতে সাজানো হবে পরিবারের আদুরে ছেলে গণেশকে ৷  তবে এই পরিবারের ভিলেন, অসুরের জন্য উজ্জ্বল কমলা রঙের ইক্কত কাপড়ের ধুতিই বেছেছেন অগ্নিমিত্রা ৷
advertisement
পুজোর ঢাকে কাঠি পড়ল বলে, এখন শুধু মন্ডপে পর্দা ওঠার পালা ৷ মর্ত্যবাসীর মতো দেবীও এবার সপরিবারের পুজোর পাঁচদিন সাজবেন ডিজাইনার পোশাকে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
৬ কোটিতে মায়ের সাজ, সোনার শাড়িতে দুর্গাকে সাজাবেন অগ্নিমিত্রা
Next Article
advertisement
প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার অনুনয় সুদ প্রয়াত, বয়স হয়েছিল ৩২
প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার অনুনয় সুদ প্রয়াত, বয়স হয়েছিল ৩২
  • প্রয়াত অনুনয় সুদ

  • প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার

  • বয়স হয়েছিল ৩২

VIEW MORE
advertisement
advertisement