চোখ রাখুন চোখের স্বাস্থ্যে

Last Updated:

আজকের প্রজন্ম সব ব্যাপারেই খুব আপডেটেড ৷ নিজের ব্যপারে ভীষণ সচেতন ৷ নিজেকে আরও কি ভাবে প্রেজেন্টেবল করে তুলবে ৷ কি করে বাকিদের মাঝে আলাদা করে তুলবে ৷ তারই প্রচেষ্টায় সারাক্ষণ ৷

#কলকাতা: আজকের প্রজন্ম সব ব্যাপারেই খুব আপডেটেড ৷ নিজের ব্যপারে ভীষণ সচেতন ৷ নিজেকে আরও কি ভাবে প্রেজেন্টেবল করে তুলবে ৷ কি করে বাকিদের মাঝে আলাদা করে তুলবে ৷ তারই প্রচেষ্টায় সারাক্ষণ ৷ ব্যস্ততার এই জীবনে যেটুকু সময় পাওয়া যায় তার বেশির ভাগটাই নিজের গ্রুমিং এ লাগিয়ে ফেলছে ৷
সারাদিন কম্পিউটার সামনে বসে কাজ ৷ এর জন্য ওজন বেড়ে গেল না তো? পুরনো জিন্সটা আর আঁটছে না ৷ আবার কি মোটা হয়ে গেলাম ! রোদে রোজ যাতায়াত করতে করতে স্কিনটা রুক্ষ হয়ে গেল না তো? সারাক্ষণ ফিগার থেকে চুল, সব নিয়ে চলছে চুল চেঁড়া বিশ্লেষণ ৷ কিন্তু কখন কি মনে হয়েছে এরই মাঝে শরীরের একটি গুরুত্বপুর্ণ অঙ্গ আমরা ভুলে যাই ৷ সারাদিন কম্পিউটারের কাজ করাতে মোটা হওয়া ছাড়াও সব চেয়ে ক্ষতি যার হয় সেটা হল চোখ ৷ কিন্তু বেশিরভাগ সময় আমরা চোখকে অগ্রাহ্য করে থাকি ৷ যারা এখনও চোখের যত্ন নেওয়া শুরু করেননি তারা আর দেরি করবেন না ৷ সারাদিন পর কি মনে হচ্ছে অস্পষ্ট বা আবছা দেখছেন ? তাহলে আর দেরি না করে শুরু করে দিন চোখের ব্যায়াম ৷ চমকানোর কিছু নেই ৷ আমরা অনেকেই জানি না যে শরীর ছাড়াও চোখের জন্যও যোগা হয় ৷ বিশেষজ্ঞরা বলছেন এই যোগা চোখ ছাড়া ব্রেনের জন্যও উপকারি ৷ প্রতিদিন কিছুটা সময় চোখের যোগার জন্য দিন ৷ দেখবেন আপনারই আরাম লাগবে ৷
advertisement
১.প্রথমে চোখ গুলো বড় বড় করে খুলে নিন ৷ এরপর ১০ বার তাড়াতাড়ি করে চোখের পাতা ফেলুন ৷ ২০ সেকেন্ড চোখ বন্ধ রাখুন ৷ এরপর আবার একই জিনিস করুন ৷
advertisement
২.এরপর নিজের হাত দুটি ঘষে নিন৷ হাতের তালু গরম হয়ে গেলে গরম ভাবটা চোখে দিন ৷ এতে সারা দিনের স্ট্রেস দূর হয়ে যাবে ৷
advertisement
৩.আঙুলের সাহায্যে এবার চোখের মণিটা এক দিক থেকে আরেকদিকে গোল করে ঘোরান ৷ মনে রাখবেন আপনার গলা যেন এক জায়গাতে থাকে ৷
৪.এই ব্যায়ামটা করলে আপনি রিল্যাক্স ফিল করবেন ৷ পা দুটো ক্রস করে বসুন ৷ এবার আঙুল চোখের ওপরে রাখুন এবং নিশ্বাস ছাড়ুন ৷ অন্যদিকে নিশ্বাস নেওয়ার সময় মৌমাছির মতো শব্দ করুন ৷ কিন্তু মনে রাখবেন মণির ওপর বেশি জোড় দেবেন না ৷ আর ঠোঁট বন্ধ রাখবেন ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
চোখ রাখুন চোখের স্বাস্থ্যে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement