#ফ্লোরিডা: ইন্টারনেটে বিরল ঘটনা আকছার ভাইরাল হচ্ছে, তার পর সেটা যদি কোনও সামুদ্রিক প্রাণী সংক্রান্ত হয়, তাহলে তো সেটা নিমেষে ছড়িয়ে পড়ে দাবানলের মতো। ডলফিন সামুদ্রিক প্রাণীদের মধ্যে বুদ্ধিমান ও বন্ধুত্বপূর্ণ স্বভাবের হয়ে থাকে। এদের সাধারণত নীল বা ধূসর রঙের দেখতে পাওয়া যায়। এদের মধ্যে সব চেয়ে বিরল প্রজাতির হল ডলফিন অ্যালবিনো। সম্প্রতি ওই অ্যালবিনো প্রজাতির ডলফিন শাবককে ঘিরে নেটপাড়ায় ঝড় উঠেছে। ফ্লোরিডার ক্লিয়ারওয়াটার বেসিন মেরিনার জলে দুর্লভ সাদা অ্যালবিনো ডলফিন শাবকটিকে সাঁতার কাটতে দেখা গিয়েছে, যা এখন নেটাগরিকদের আলোচনার বিষয় হয়ে উঠেছে। ম্যাকি ক্যাটলিন (Mackey Caitlin) নামে এক ইনস্টাগ্রামার অত্যন্ত দুষ্প্রাপ্য একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা গিয়েছে দু'টি অন্য ডলফিনের সঙ্গে অ্যালবিনো ডলফিন শাবকটি দুরন্ত গতিতে সাঁতার কাটছে। আমেরিকার ফ্লোরিডার উপকূলের এই দৃশ্য নেটপাড়ায় ভাইরাল হতে সময় লাগেনি। এই ভিডিওর মালিক Instagram-এ শেয়ার করে ক্যাপশনে লেখেন ‘অবিশ্বাস্য এই মুহূর্তটি আমাদের স্থানীয় বন্যজীবনের’।
View this post on Instagram
National Oceanic and Atmospheric Administration (NOAA)-এর দাবি অ্যালবিনো ডলফিন অত্যন্ত বিরল একটি প্রজাতি। জিনগত কিছু বৈশিষ্টের কারণে জন্মায়। তবে সঠিক ভাবে এই নিয়ে এখনও বিশেষ কিছু জানা যায়নি। এই ডলফিন-কে ঘিরে অনেক রহস্যই অধরা। কী ভাবে বা কেন এই ডলফিনের জন্ম হয়, এদের গায়ের রং কেন সাদা হয়, সেই সব নিয়ে এখনও গবে,ণা চলছে। সাধারণচ বলা হয় যে শরীরের মধ্যে মেলানিন পিগমেন্টের অভাবের কারণে সাদা বা হালকা ত্বক হয় এদের। বেশিরভাগ ক্ষেত্রে অ্যালবিনিজম জেনেটিক্যালি গঠন জিনের উত্তরাধিকার থেকেই আসে বলে গবেষকদের দাবি। NOAA-এর মতে সাদা ছাড়াও গোলাপি রঙের অ্যালবিনো ডলফিন জন্মানোর প্রমাণতাদের কাছে আছে। ১৯৬২ সাল থেকে এখনও পর্যন্ত মোট ১৪টি অ্যালবিনো ডলফিনের ছবি দেখতে পাওয়া গিয়েছে। এই প্রথম কোনও সাদা ডলফিন দেখা গেল এমনটা নয়। এর আগেও মেক্সিকো উপসাগর, নিউ অরলিন্স এবং টেক্সাসের মতো বিভিন্ন অঞ্চলে এমন বেশ কয়েকটি দৃশ্য সামনে এসেছে। ২০০৭ সালে লুইজিয়ানার ক্যালাসেসিউ লেকে এমন বিরল ঘটনা সামনে এসেছিল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Florida