Akshay Tritiya 2025: অক্ষয় তৃতীয়ার বাজার মন্দা! খরচের তুলনায় লাভ হচ্ছে না, মন খারাপ ঘূর্ণির মৃৎশিল্পীদের

Last Updated:

Akshay Tritiya 2025: ২০০ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত সুসজ্জিত লক্ষ্মী গণেশের মূর্তি বিক্রি হচ্ছে তবে ক্রেতার দেখা নেই

+
এক

এক ক্রেতা নিয়ে যাচ্ছেন মাটির মূর্তি

নদিয়া: অক্ষয় তৃতীয়ার বাজার মন্দা প্রতিমা শিল্পীদের। খরচের তুলনায় লাভ হচ্ছে না তাই মন খারাপ। রাত পোহালেই অক্ষয় তৃতীয়া। বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ব্যবসায় মন্দা মৃৎশিল্পীদের। নদিয়ার কৃষ্ণনগরে পসরা সাজিয়ে লক্ষ্মী গণেশের মূর্তি বিক্রি করছেন একাধিক মৃৎশিল্পী। বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ব্যবসা ভালো হচ্ছে না অন্যান্য বছরের মতো, এমনটাই দাবি প্রতিমা শিল্পীদের।
একদিকে যেমন বেড়েছে মূর্তি তৈরির খরচ তেমনই বেড়েছে মূর্তির দাম। ২০০ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত সুসজ্জিত লক্ষ্মী গণেশের মূর্তি বিক্রি হচ্ছে তবে ক্রেতার দেখা নেই। অক্ষয় তৃতীয়ায় কার্যত বাজারে মন্দা বলেই দাবি প্রতিমা শিল্পীদের।
অক্ষয় তৃতীয়ার দু-তিন দিন আগেই কৃষ্ণনগরের বিভিন্ন রাস্তায় রাস্তায় লক্ষ্মী-গণেশের মূর্তি নিয়ে বসে থাকেন মৃৎশিল্পী থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ীরা। তবে এবছর সেই অর্থে বিক্রি হচ্ছে না ঘূর্ণির এই সমস্ত বিখ্যাত মাটির মূর্তিগুলি। রাত পোহালেই অক্ষয় তৃতীয়া। আকাশের মুখ ভার, যে কোনও মুহূর্তে নামতে পারে বৃষ্টি। তা সত্ত্বেও অতি কষ্টে খোলা আকাশের নীচে মৃৎশিল্পীরা নিয়ে বসে আছেন, তাঁদের বানানো মূর্তি নিয়ে কিছু  বিক্রির আশায়।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Akshay Tritiya 2025: অক্ষয় তৃতীয়ার বাজার মন্দা! খরচের তুলনায় লাভ হচ্ছে না, মন খারাপ ঘূর্ণির মৃৎশিল্পীদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement