Akshay Tritiya 2025: অক্ষয় তৃতীয়ার বাজার মন্দা! খরচের তুলনায় লাভ হচ্ছে না, মন খারাপ ঘূর্ণির মৃৎশিল্পীদের
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Akshay Tritiya 2025: ২০০ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত সুসজ্জিত লক্ষ্মী গণেশের মূর্তি বিক্রি হচ্ছে তবে ক্রেতার দেখা নেই
নদিয়া: অক্ষয় তৃতীয়ার বাজার মন্দা প্রতিমা শিল্পীদের। খরচের তুলনায় লাভ হচ্ছে না তাই মন খারাপ। রাত পোহালেই অক্ষয় তৃতীয়া। বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ব্যবসায় মন্দা মৃৎশিল্পীদের। নদিয়ার কৃষ্ণনগরে পসরা সাজিয়ে লক্ষ্মী গণেশের মূর্তি বিক্রি করছেন একাধিক মৃৎশিল্পী। বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ব্যবসা ভালো হচ্ছে না অন্যান্য বছরের মতো, এমনটাই দাবি প্রতিমা শিল্পীদের।
একদিকে যেমন বেড়েছে মূর্তি তৈরির খরচ তেমনই বেড়েছে মূর্তির দাম। ২০০ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত সুসজ্জিত লক্ষ্মী গণেশের মূর্তি বিক্রি হচ্ছে তবে ক্রেতার দেখা নেই। অক্ষয় তৃতীয়ায় কার্যত বাজারে মন্দা বলেই দাবি প্রতিমা শিল্পীদের।
advertisement
advertisement
অক্ষয় তৃতীয়ার দু-তিন দিন আগেই কৃষ্ণনগরের বিভিন্ন রাস্তায় রাস্তায় লক্ষ্মী-গণেশের মূর্তি নিয়ে বসে থাকেন মৃৎশিল্পী থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ীরা। তবে এবছর সেই অর্থে বিক্রি হচ্ছে না ঘূর্ণির এই সমস্ত বিখ্যাত মাটির মূর্তিগুলি। রাত পোহালেই অক্ষয় তৃতীয়া। আকাশের মুখ ভার, যে কোনও মুহূর্তে নামতে পারে বৃষ্টি। তা সত্ত্বেও অতি কষ্টে খোলা আকাশের নীচে মৃৎশিল্পীরা নিয়ে বসে আছেন, তাঁদের বানানো মূর্তি নিয়ে কিছু বিক্রির আশায়।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 29, 2025 10:01 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Akshay Tritiya 2025: অক্ষয় তৃতীয়ার বাজার মন্দা! খরচের তুলনায় লাভ হচ্ছে না, মন খারাপ ঘূর্ণির মৃৎশিল্পীদের