শরীর-মন তরতাজা রাখতে একাই একশো এসেনসিয়াল অয়েল
Last Updated:
সমস্যার সহজ সমাধান দিচ্ছে এসেনসিয়াল ওয়েল৷ এই ওয়েল একদিকে যেমন রোগ সারাবে৷ আবার সাইড এফেক্টেরও কোনও ঝক্কি থাকবে না৷
#কলকাতাঃ লাইফস্টাইল পাল্টাচ্ছে৷ সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগ ৷ মাসের শেষে স্যালারি পকেটে পড়লেই তার বেশিরভাগটাই বেরিয়ে যায় ডাক্তারের ট্রিটমেন্টে ৷ কিন্তু সেই ওষুধে রোগ হয়তো সারে ৷ তবে, শুরু হয় সাইড এফেক্ট ৷ এই সমস্যার সহজ সমাধান দিচ্ছে এসেনসিয়াল ওয়েল৷ এই ওয়েল একদিকে যেমন রোগ সারাবে ৷ আবার সাইড এফেক্টেরও কোনও ঝক্কি থাকবে না ৷
১) ওরিগ্যানো অয়েল ৷ আপনার শরীরের ইম্যিউনিটি সিস্টেম এবং ইনফেকশন প্রতিরোধ করতেও সক্ষম এই তেল ৷
২) জিনজার এসেনসিয়াল ওয়েল ৷ এই তেল আপনার হজম শক্তি অনেক গুণ বাড়িয়ে দেবে৷ ডায়রিয়া, বদ হজম কমাতে সাহায্য করবে ৷ পাশাপাশি আপনার শরীরের প্রোটিন, ফ্যাট এবং নিউট্রিয়েন্টস নিয়ন্ত্রনে থাকবে ৷
advertisement
৩) পিপারমিন্ট ওয়েল ৷ এই তেল আপনার ব্রেনে অক্সিজেন সরবরাহ করবে ৷ যা আপনাকে অনেক বেশি তরতাজা রাখবে৷ পাশাপাশি কোনও একটা কাজের প্রতি আপনাকে উৎসাহ যোগাবে এবং প্রাণবন্ত করে তুলবে অনেক ৷
advertisement
৪) চুল এবং ত্বকের যত্ন নেওয়ার জন্যও আপনি ব্যবহার করতে পারেন এসেনসিয়াল ওয়েল ৷
তবে, আপনি আরও বেশি ফল পেতে পারেন ৷ যদি এসেনসিয়াল অয়েলের সঙ্গে এক ফোঁটা ক্যারিয়ার ওয়েল মেশালে সুফল আরও দ্রুত আসবে৷ ক্যারিয়ার অয়েলের মধ্যে রয়েছে-
১) আমন্ড অয়েল
২) নারকেল তেল
৩) সূর্যমুখী তেল
৪) গ্রেপ সিড
advertisement
বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনও ওষুধ নয় ৷ তবে, ওষুধের বদলে রোগ কমাতে বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করতেই পারেন এই সমস্ত এসেনসিয়াল করেন ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 10, 2018 7:31 PM IST