Anda Dosa: দেখে ডিমের পোচ ভাবছেন তো, এর মধ্যেই লুকিয়ে মজাদার রহস্য! ভাল করে দেখে নিন
- Reported by:NILANJAN BANERJEE
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
Bankura News: পোর্ট ব্লেয়ার এবং চেন্নাই থেকে কাজ শিখে এসে বাঁকুড়ায় ধোসা বিক্রি করছেন ধনঞ্জয়।
বাঁকুড়া: মাত্র ৫০ টাকার বিনিময়ে বাঁকুড়া শহরে পাওয়া যাচ্ছে, ডিম ধোসা। এছাড়াও পাওয়া যায় চিজ ধোসা, মহীশূর বাটার মশলা ধোসা এবং পনির বাটার মশলা ধোসা। রয়েছে লোভনীয় চলতি সাধারণ ইডলি এবং ধোসা। এইরকম সাউথ ইন্ডিয়ান খাবারের পসরা সাজিয়ে বসেছেন ধনঞ্জয় কর। অনেকেই তাঁকে বাঁকুড়ার “ধোসা কিং” বলে থাকেন। দোকানের নামও “ধোসা কিং।
পোর্ট ব্লেয়ারএবং চেন্নাই থেকে কাজ শিখে এসে বাঁকুড়ায় ধোসা বিক্রি করে নিজে স্বনির্ভর হওয়ার পাশাপাশি, আরও পাঁচজনকে কাজও দিতে পেরেছেন তিনি। সুস্বাদু ধোসা খেতে এই দোকানে ভিড় হয় চোখে পড়ার মত। ধনঞ্জয় কর জানান, “আমি চেন্নাইয়ে ডিম ধোসা বানানো শিখেছি। বাঁকুড়ায় দক্ষিণ ভারতীয় খাবারের চাহিদা রয়েছে যথেষ্ট, সেই কারণেই বাঁকুড়ায় এই বিশেষ ধোসার দোকান দিই। আজ পাঁচ জন আমার সঙ্গে কাজ করে।”
advertisement
আরও পড়ুনFast Weight Loss Tips: খালি পেটে সকালে চা ছেড়ে খান এই পানীয়, মোমের মতো গলবে মেদ, বাড়বে ত্বকের উজ্জ্বলতা
ডিম ধোসা বানিয়ে দেখালেন ধনঞ্জয় নিজেই। প্রথমে ফারমেন্টেড রাইসের মন্ডটাকে ভালো করে তাওয়াতে বুলিয়ে নিলেন এবার তাতে দিয়ে দেওয়া হল ডিম। ডিমটাকে ভালোকরে ধোসার মধ্যে লাগিয়ে দিলেন তিনি। একে একে পড়ল পেঁয়াজ, ধনে পাতা এবং আলুর মশলা। ব্যাস সাদা- লাল চাটনি ও সাম্বার দিয়ে সার্ভ করলেই রেডি এগ ধোসা। ধনঞ্জয়ের স্ত্রী রিয়া দত্ত কর জানান, “সত্যিই আমরা খুবই খুশি। একটা সংস্থায় কাজ করে আজ নিজের সতন্ত্র বিজনেস করতে পেরে।”বাঁকুড়ার বাসিন্দা বিদিশা দরিপা জানান, “প্রায়শই আসা হয় ধোসা কিং’এ। ইডলি আর ধোসাটাই বেশি অর্ডার দেওয়া হয়। বাচ্চাদের জন্যেও বেশ ভাল।”
advertisement
advertisement
ভিড়ও চোখে পড়ার মত এই দোকানে। বাইপাস রোড পদ্মপুকুরপল্লীতে রয়েছে এই দোকান। ভিড় চোখে পড়ার মতই। ৮ থেকে ৮০ সকলেই দক্ষিণ ভারতীয় খাবারের আস্বাদন নিচ্ছেন। সাউথ ইন্ডিয়ান খাবার চেখে দেখতে চাইলে অতি অবশ্যই একবার পরখ করে দেখতে পারেন বাঁকুড়ার ধোসা কিং। ।
নীলাঞ্জন ব্যানার্জী
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 18, 2024 5:51 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Anda Dosa: দেখে ডিমের পোচ ভাবছেন তো, এর মধ্যেই লুকিয়ে মজাদার রহস্য! ভাল করে দেখে নিন








