Monsoon Health Tips: বর্ষায় আপনাকে সুস্থ রাখে পুষ্টিতে ভরা এই সস্তা সবজিগুলি

Last Updated:

ডায়েটেশিয়ান রোহিত যাদব সংবাদমাধ‍্যমকে জানালেন, বর্ষায় কোন সবজি খেলে শরীর সুস্থ থাকবে। সেইসঙ্গে পকেটেও টান পড়বে না।

বর্ষায় আপনাকে সুস্থ রাখে পুষ্টিতে ভরা এই সস্তা সবজিগুলি
বর্ষায় আপনাকে সুস্থ রাখে পুষ্টিতে ভরা এই সস্তা সবজিগুলি
বর্ষায় সবজির দাম হয়েছে আকাশছোঁয়া। মূল কারণ অতি বৃষ্টি এবং বন‍্যা। বাজারে গিয়েই হাতে ছ‍্যাঁকা লাগছে মধ‍্যবিত্তের। আবার সবজি খাওয়া শরীরের পক্ষে অত‍্যন্ত জরুরি। কারণ বর্ষার জলীয় আবহাওয়ায় দেহে রোগজীবাণুর প্রকোপ বাড়ে।
ফলে শরীরকে রোগজীবাণুর সঙ্গে লড়াই করার ক্ষমতা বাড়ানো দরকার। তাই প্রতিদিন পাতে কিছু শাক সবজি থাকা আবশ‍্যক। কিন্তু জানেন কি, কিছু সস্তা সবজিও আপনার শরীরের দারুণ উপকারে আসতে পারে। ডায়েটেশিয়ান রোহিত যাদব সংবাদমাধ‍্যমকে জানালেন, বর্ষায় কোন সবজি খেলে শরীর সুস্থ থাকবে। সেইসঙ্গে পকেটেও টান পড়বে না। ফলে শরীরকে রোগজীবাণুর সঙ্গে লড়াই করার ক্ষমতা বাড়ানো দরকার। তাই প্রতিদিন পাতে কিছু শাক সবজি থাকা আবশ‍্যক। কিন্তু জানেন কি, কিছু সস্তা সবজিও আপনার শরীরের দারুণ উপকারে আসতে পারে। ডায়েটেশিয়ান রোহিত যাদব সংবাদমাধ‍্যমকে জানালেন, বর্ষায় কোন সবজি খেলে শরীর সুস্থ থাকবে। সেইসঙ্গে পকেটেও টান পড়বে না।
advertisement
১. বিনস বিনসে আছে ভরপুর ফাইবার। সবুজ এই সবজি শরীরের অশেষ উপকার করে। সেই বর্ষায় বেশিরভাগ সবজিতে পোকামাকড়ের উ‍ৎপাতের ভয় থেকেই যায়৷ তবে বিনসে সেই ভয় নেই৷ তাই বর্ষায় নিশ্চিন্তে খেতে পারেন এই সবজি৷ ১. বিনস
advertisement
বিনসে আছে ভরপুর ফাইবার। সবুজ এই সবজি শরীরের অশেষ উপকার করে। সেই বর্ষায় বেশিরভাগ সবজিতে পোকামাকড়ের উ‍ৎপাতের ভয় থেকেই যায়৷ তবে বিনসে সেই ভয় নেই৷ তাই বর্ষায় নিশ্চিন্তে খেতে পারেন এই সবজি৷
advertisement
২. করলা করলার গুণ নিয়ে যত বলা যায় ততই কম৷ তেতো এই সবজি বহু রোগের উপশমে কাজে আসে৷ ডায়বেটিস রোগীদেরও করলা খাওয়া পরামর্শ দেন চিকিৎসকরা৷ তাই বর্ষায় সুলভে পাওয়া এই সবজি অবশ্যই খান৷ ২. করলা
করলার গুণ নিয়ে যত বলা যায় ততই কম৷ তেতো এই সবজি বহু রোগের উপশমে কাজে আসে৷ ডায়বেটিস রোগীদেরও করলা খাওয়া পরামর্শ দেন চিকিৎসকরা৷ তাই বর্ষায় সুলভে পাওয়া এই সবজি অবশ্যই খান৷
advertisement
৩. ঢেঁড়শ উপকারী সবজির তালিকায় আছে ঢেঁড়শও৷ শরীরের ভীষণ উপকারি ঢেঁড়শ৷ আবার বর্ষায় সহজেই পাওয়া যায়৷ তাই বেশ সস্তাও হয়৷ ৩. ঢেঁড়শ
উপকারী সবজির তালিকায় আছে ঢেঁড়শও৷ শরীরের ভীষণ উপকারি ঢেঁড়শ৷ আবার বর্ষায় সহজেই পাওয়া যায়৷ তাই বেশ সস্তাও হয়৷
৪. নটে শাক বর্ষায় নটে শাক খাওয়া বেশ উপকারি৷ নটে শাকে আছে প্রচুর পুষ্টি৷ ৪. নটে শাক
advertisement
বর্ষায় নটে শাক খাওয়া বেশ উপকারি৷ নটে শাকে আছে প্রচুর পুষ্টি৷
৫. ঝিঙে আয়রন, ক্যালসিয়াম ফাইবারে ঠাসা তরাইয়ের উপকারিতার শেষ নেই৷ তাই বৃষ্টির সময় পাতে সামিল করুন ঝিঙেকে৷ ৫. ঝিঙে
আয়রন, ক্যালসিয়াম ফাইবারে ঠাসা তরাইয়ের উপকারিতার শেষ নেই৷ তাই বৃষ্টির সময় পাতে সামিল করুন ঝিঙেকে৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Monsoon Health Tips: বর্ষায় আপনাকে সুস্থ রাখে পুষ্টিতে ভরা এই সস্তা সবজিগুলি
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement