Kalakand Easy Recipe for Bhaiphonta: দুধ, ছানা ঘি, এলাচ...চোখের নিমেষে বাড়িতেই কালাকাঁদ বানান ভাইফোঁটার ভূরিভোজে

Last Updated:

Kalakand Easy Recipe for Bhaiphonta:কালাকাঁদ স্টাইলের সুস্বাদু মিষ্টি! ভাইফোঁটার স্পেশাল মিষ্টি বানিয়ে নিন নিজের হাতে, এই নিয়মে মাত্র কয়েক মিনিটে তাজা মিষ্টি তৈরি করতে পারবেন নিজে হাতে, সামান্য উপকরণে তৈরি এই মিষ্টি হার মানাবে দোকানের সমস্ত মিষ্টি কে

+
ভাইফোঁটার

ভাইফোঁটার স্পেশাল কালাকাঁদ

রাকেশ মাইতি, হাওড়া: কালাকাঁদ স্টাইলের সুস্বাদু মিষ্টি! ভাইফোঁটার স্পেশাল মিষ্টি বানিয়ে নিন নিজের হাতে। এই নিয়মে মাত্র কয়েক মিনিটে তাজা মিষ্টি তৈরি করতে পারবেন নিজে হাতে। সামান্য উপকরণে তৈরি এই মিষ্টি হার মানাবে দোকানের সমস্ত মিষ্টিকে। সহজ উপায়ে মিষ্টি বানিয়ে এবার ভাইফোঁটার উৎসব আরও স্পেশাল হতে পারে। বাঙালির উৎসব মানেই মিষ্টিমুখ। আবার দুপুর কিংবা রাতে শেষ পাতে মিষ্টি না হলে খাবারে তৃপ্তি বা সম্পূর্ণতা পায় না বাঙালির কাছে। আর এই পুজোর উৎসব আরও স্পেশাল। পুজোর বোধন থেকে বিজয়ার রীতি পালনে বাঙালির ঘরে ঘরে পছন্দের মিষ্টি। বাঙালির অন্যতম মিষ্টির উৎসব ভাইফোঁটা। ভাইয়ের মন ভরবে কোন মিষ্টিতে, সেই দিক থেকে দারুণ কার্যকর হতে পারে নিজে হাতে তৈরি এই মিষ্টি।
কম বেশি প্রায় সকলের মিষ্টি পছন্দের। তবে দোকানের স্বাদ অনেকের কাছেই একঘেয়ে। তাঁদের অতি পছন্দের তালিকায় থাকতে পারে এই মিষ্টি। একইসঙ্গে ঘরোয়া রান্নার প্রতি আকর্ষণ আপামর বাঙালির। সেই দিক থেকে ঘরোয়া উপায়ে তৈরি মিষ্টির প্রতি কদর তো থাকবেই। এই মিষ্টি স্বাদেও অদ্বিতীয়। এই মিষ্টিতে প্রতিটা দিন হয়ে উঠবে স্পেশাল। উৎসবে পরিবার সদস্য অথবা প্রিয় মানুষকে খুশি করতে সহজ উপায়ে তৈরি এই মিষ্টি যথেষ্ট। স্বাদে মন ভরবেই, তা বলা যেতে পারে।
advertisement
আরও পড়ুন : আসছে ঘূর্ণিঝড় দানা! কীভাবে পোষ্যদের নিরাপদে রাখবেন? ওদের ভালর জন্য কী কী করবেন, ভুলেও করবেন না কোন কাজ? জানুন
উপকরণ ও প্রণালী: এই মিষ্টি তৈরিতে প্রয়োজন ছানা বা পনির, পাউডার দুধ, লিকুইড দুধ, চিনি, ঘি এবং এলাচ। প্রথমে ছানা বা পনির মিহি করে নিতে হবে। এবার পাত্রে ছানা বা পনিরের সঙ্গে দু’রকম দুধ মিশিয়ে অল্প আঁচে বসিয়ে একটু ঘন হলে চিনি এবং এলাচ গুঁড়ো মিশিয়ে অল্প ঘি দিয়ে নামিয়ে খোলা ট্রে’তে মেলে দিয়ে উপর থেকে পেস্তা ও আমন্ড ছড়িয়ে কিছুক্ষণ রেখে প্রয়োজন মত মাপে ও আকারে কেটে নিলেই তৈরি কালাকাঁদ স্টাইলের সুস্বাদু মিষ্টি।
advertisement
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kalakand Easy Recipe for Bhaiphonta: দুধ, ছানা ঘি, এলাচ...চোখের নিমেষে বাড়িতেই কালাকাঁদ বানান ভাইফোঁটার ভূরিভোজে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement