Puja Fashion: এবারের পুজোয় বাজার কাঁপাচ্ছে কোন গয়না?
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Puja Fashion : গয়না ছাড়া পুজোর সাজ অসম্পূর্ণ, জেনে নিন এই পুজোর প্ল্যান
গয়না ছাড়া পুজোর সাজ অসম্পূর্ণ। এখন মানুষ হালকা এবং ট্রেন্ডি গয়না পছন্দ করেন। তাই, তাড়াতাড়ি আপনার বাজেট এবং পছন্দ অনুযায়ী কেনাকাটা সেড়ে ফেলুন৷ Follow করুন ফ্যাশনের লেটেস্ট ট্রেন্ড৷
প্রসঙ্গত, কোথাও থিম পুজো তো কোথাও সাবেক পুজো - শহর বা শহরাঞ্চল, গাঁ গঞ্জ এক কথায় এই উৎসব নিয়ে বাঙালির উৎসাহের কোনও অন্ত নেই। তবে ২০২০ এবং ২০২১ সালে করোনার চোখ রাঙানির জন্য সেভাবে মানুষ পুজোর দিন উপভোগ করতে পারেনি। বহু পুজো হয়েছে শুধুই রীতি মেনে, কোনও জাঁকজমক ছাড়া। ফলে এ বছর করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী থাকলেও মানুষের মধ্যে পুজো নিয়ে মানুষের আবেগ, উন্মাদনা অনেকটাই বেশি। দু'বছর পুজো হয়েছে নামমাত্র। ফলে এ বারে কমর বেঁধে নেমে পড়েছে পুজো কমিটিগুলি। বহু ক্লাবের খুঁটিপুজো হয়ে গিয়েছে পয়লা বৈশাখেই।
advertisement
সপ্তমী (Maha Saptami) , অষ্টমী (Maha Ashtami), নবমী (Maha Nabami), দশমী (Dashami), দুর্গা আবাহন থেকে বিসর্জনের রীতি-রেওয়াজ এই চারদিন ভক্তিভরে পালন করা হয় দেশ জুড়েই। নবপত্রিকা স্নান (Nabapatrika Snan), দেবীর অসুর বধ, কুমারী পুজো (Kumari Pujo), সন্ধিপুজো (Sandhi Pujo), নবমীর ভোগ (Dur Puja Bhog) পরিশেষে দশমীতে প্রতিমা নিরঞ্জন (Durga Puja Immersion) , পল অনুপল দুর্গাই যেন জুড়ে দেন বাঙালিকে। আলোর বেণু বাজতেই প্রবাসীরা ব্য়াগ গোছাতে শুরু করে দিয়েছেন। গত দু-বছর যাঁরা করোনার কারণে বা়ড়িতে ফিরতে পারেননি, তাদের টিকিট কাটা সারা, এখন শুধুই শহরে ফেরার অপেক্ষা।
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 23, 2022 2:10 PM IST