Durga Puja Theme: প্রতিটি রং অন্তরের এক টুকরো প্রকাশ করে... ৮৩ তম বর্ষে 'হাজরা পার্ক দুর্গোৎসব'-এর থিম 'দৃষ্টিকোণ'
- Published by:Rukmini Mazumder
- Reported by:Manash Basak
Last Updated:
উৎসবের চেয়েও ঐতিহ্যকে ধরে রাখাকে গুরুত্ব দিয়ে হাজরা পার্ক দুর্গোৎসব তাদের ৮৩ তম বর্ষ উদযাপনে ব্রতী হয়েছে
কলকাতা: উৎসবের চেয়েও ঐতিহ্যকে ধরে রাখাকে গুরুত্ব দিয়ে হাজরা পার্ক দুর্গোৎসব তাদের ৮৩ তম বর্ষ উদযাপনে ব্রতী হয়েছে। এটি অন্তর্ভুক্তি, ঐতিহ্য এবং সম্প্রদায়ের চেতনার উপর ভিত্তি করে তৈরি একটি আন্দোলন। ১৯৪২ সালে কলকাতা কর্পোরেশনের তৎকালীন মেয়র সুভাষ চন্দ্র বসুর দৃষ্টিভঙ্গির অধীনে প্রতিষ্ঠিত, এই পুজোটি মূলধারার উদযাপন থেকে দীর্ঘদিন ধরে বাদ পড়া প্রান্তিকদের আলিঙ্গন করার জন্য কল্পনা করা হয়েছিল। পদ্মপুকুরে এর প্রথম সূচনা থেকে হাজরা পার্কে স্থায়ী আবাসস্থল খুঁজে পাওয়া পর্যন্ত, পুজোটি তার প্রতিষ্ঠাতাদের আদর্শের প্রতি সত্য থাকার সঙ্গে সঙ্গে ব্যাপকভাবে কলেবরেও বৃদ্ধি পেয়েছে। ২০১৬ সাল থেকে এটি গর্বের সঙ্গে ‘হাজরা পার্ক দুর্গোৎসব’ নামে পরিচিত।
এই বছর, ‘হাজরা পার্ক দুর্গোৎসব’-এর থিম ‘দৃষ্টিকোণ’। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে অনুষ্ঠানটি উজ্জ্বল হয়ে ওঠে। উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, হাজরা পার্ক দুর্গোৎসব কমিটির যুগ্ম-সচিব সায়ন দেব চট্টোপাধ্যায়, শিল্পী বিমান সাহা এবং আরও অনেকে।
বিমান সাহা বলেন, এই থিমটি রং-কে কেবল দৃশ্যমান আনন্দ হিসেবেই নয় বরং আত্ম-প্রকাশের একটি গভীর ভাষা হিসেবেও অন্বেষণ করে। একজন শিল্পীর জন্য, প্রতিটি রং অন্তরের এক টুকরো প্রকাশ করে–তাদের চিন্তাভাবনা, আবেগ এবং দর্শন। যখন এই ছায়াগুলি দেবী দুর্গার রূপের উপর প্রবাহিত হয়, তখন তারা একটি নীরব কবিতা তৈরি করে – শব্দহীন গল্প, যা স্রষ্টার হৃদয় থেকে জন্মগ্রহণ করে।
advertisement
advertisement
হাজরা পার্ক দুর্গোৎসব কমিটির যুগ্ম সম্পাদক সায়ন দেব চট্টোপাধ্যায় বলেন, “রং কেবল পৃথিবীর অলঙ্কার নয় – এটি এর হৃদস্পন্দন। প্রতিটি রং-ই একটি আবেগ বহন করে। যেমন ভালোবাসার উষ্ণতা, প্রতিবাদের আগুন, দৃঢ় বিশ্বাসের সাহস, আশার আলো। রঙ জীবনের হৃদস্পন্দন। ‘দৃষ্টিকোণ’-এর মাধ্যমে আমরা চাই মানুষ স্পষ্টের বাইরে তাকাক, দেখতে পাক রং কিভাবে কেবল দেবীর রূপকেই নয়, আমাদের চিন্তাভাবনার ধরণকেও রূপ দেয়। প্রতিটি রং-ই একটি গল্প বলে এবং এই বছর, আমরা সকলকে সেই গল্পের অংশ হতে আমন্ত্রণ জানাচ্ছি।”
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 18, 2025 1:23 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja Theme: প্রতিটি রং অন্তরের এক টুকরো প্রকাশ করে... ৮৩ তম বর্ষে 'হাজরা পার্ক দুর্গোৎসব'-এর থিম 'দৃষ্টিকোণ'