Durga Puja Special: গোল মুখ? লম্বা মুখ? কেমন মুখের সঙ্গে কেমন চশমার ফ্রেম পারফেক্ট?

Last Updated:

প্রথমেই বলে রাখা ভাল যে, মানুষের মুখের গড়ন সাধারণত পাঁচ ধরনের হয়ে থাকে - ওভাল, স্কোয়্যার, রাউন্ড, হার্ট এবং ডায়মন্ড। নিজের মুখের গড়ন বুঝে তবেই চশমার ফ্রেম বাছাই করা উচিত।

Right Kind Of Glass To Choose
Right Kind Of Glass To Choose
কলকাতা: কেউ প্রয়োজনে চশমা পরেন, তো কেউ কেতা মারতে চশমা পরেন!  কিন্তু চশমা বাছার ক্ষেত্রে অনেকেই একটা বড় ভুল করে ফেলেন। কেমন মুখের সঙ্গে কেমন চশমা বাছা উচিৎ, তা না বুঝেই ফ্রেম কিনে ফেলেন!
মানুষের মুখের গড়ন সাধারণত পাঁচ ধরনের হয়–ওভাল, স্কয়্যার, রাউন্ড, হার্ট এবং ডায়মন্ড। নিজের মুখের গড়ন বুঝে তবেই চশমার ফ্রেম বাছাই করা উচিত।
ওভাল ফেস: মুখের গড়ন যদি ওভাল বা ডিম্বাকার হয়, তাহলে বেছে নিন ওভারসাইজড এবং ওয়াইড ফ্রেমের চশমা। ফাঙ্কি রং এবং টেক্সচার বিশিষ্ট ফ্রেমও এই ধরনের মুখের জন্য আদর্শ। এই ধরনের মুখ হলে স্কয়্যার, টরটয়েজ, রেক্টাঙ্গুলার এবং ট্র্যাপিজয়েড শেপের ফ্রেম বাছতে পারেন। তবে ন্যারো বা সরু ফ্রেম এবং অতিরিক্ত ডিজাইন করা কাঁচ এড়িয়ে চলুন।
advertisement
advertisement
স্কয়্যার ফেস: যাঁদের স্কোয়্যার ফেস, বা যাঁদের মুখের গড়ন চৌকো, তাঁদের ক্লিন কাট-সহ অ্যাঙ্গুলার ফ্রেম বাছতে হবে। এই ধরনের মুখে চোয়াল এবং কপাল প্রশস্ত হয়। এই ধরনের মুখে রাউন্ড অথবা ওভাল শেপের ফ্রেমও ব্যবহার করা যেতে পারে।
রাউন্ড ফেস: রাউন্ড ফেস বা গোলাকার মুখের ক্ষেত্রে স্কয়্যার অথবা রেক্টাঙ্গুলার ফ্রেমের চশমা পারফেক্ট। ক্যাট-আই ফ্রেমও বেছে নিতে পারেন।
advertisement
হার্ট-শেপড ফেস: এই ধরনের মুখের গড়ন মানেই চওড়া বা প্রশস্ত কপাল। চিবুকের দিকটা হয় খুবই সরু। চিকবোন উঁচু হয়। ফলে এই ধরনের মুখের গড়নে উইঙ্গড-আউট ফ্রেম এবং রেক্টাঙ্গুলার ফ্রেম পারফেক্ট। হালকা রং অথবা রিমলেস ফ্রেম বেছে নিন।
ডায়মন্ড-শেপড ফেস: এই ধরনের মুখের গড়ন অনেকটা হিরের খণ্ডের মতো। কপাল অন্যান্য আকৃতির মুখের তুলনায় সরু হয়। সঙ্গে থাকে স্পষ্ট চিকবোন এবং অ্যাঙ্গুলার জ-লাইন। এই ধরনের মুখের ক্ষেত্রে সেরা হল ওভাল ফ্রেম। শুধু তা-ই নয়, ক্যাটআই স্টাইল এবং হর্ন-রিম ডিটেলিং বিশিষ্ট ফ্রেমের মাধ্যমেও স্টাইলিং করতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja Special: গোল মুখ? লম্বা মুখ? কেমন মুখের সঙ্গে কেমন চশমার ফ্রেম পারফেক্ট?
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement